Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউআইটিএস-এ আইকিউএসি ওয়ার্কশপ

| প্রকাশের সময় : ১ জুন, ২০১৭, ১২:০০ এএম

হায়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (হেকেপ)- এর অধীনে ইনস্টিটিউশনাল কেয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) প্রতিষ্ঠার লক্ষে বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম তথ্য ও প্রযুক্তি ভিত্তিক বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)- এর হলরুমে ৩১ মে আইকিউএসি প্রতিষ্ঠায় কর্মশালা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ইউআইটিএস এর আইকিউএসি প্রজেক্ট পরিচালক জগৎবন্ধু বড়–য়ার সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হেকেপ প্রজেক্টের পরিচালক ও অতিরিক্ত সচিব ড. গৌরাঙ্গ চন্দ্র মোহন্ত, এনডিসি। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা ড. কে এম সাইফুল ইসলাম খান। প্রধান বক্তা ছিলেন বিশ্বব্যাংক ও ইউজিসির গুণগত মান উন্নয়ন ইউনিটের প্রধান অধ্যাপক ড. সঞ্জয় কুমার অধিকারী। উদ্বোধনী অধিবেশনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইউআইটিএস এর ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। টেকনিক্যাল সেশনে কর্মশালা পরিচালনা করেন বিশ্বব্যাংক ও ইউজিসির গুণগত মান উন্নয়ন ইউনিটের প্রধান অধ্যাপক ড. সঞ্জয় কুমার অধিকারী। এ কর্মশালায় ইউআইটিএস এর ভিসি, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, সকল ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তাগণ অংশ নেন। -প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ