Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৫ জানুয়ারির মতো নির্বাচন আর নয় -মার্শা বার্নিকাট

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ মে, ২০১৭, ৫:০২ পিএম

স্টাফ রিপোর্টার : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সঙ্গে আলোচনা করতে এসে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট সবার অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেন। একই সঙ্গে সিইসি ও মার্কিন রাষ্ট্রদূত একমত হয়েছেন বাংলাদেশে ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো নির্বাচন আর নয়।

আজ বুধবার দুপুরে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের আলোচনার পর সাংবাদিকদের এ কথা জানান নির্বাচন কমিশনের সচিব মো. আবদুল্লাহ। নির্বাচন কমিশনের সচিব মো. আবদুল্লাহ বলেন, ‘আমরা দুই পক্ষই একমত হয়েছি যে ৫ জানুয়ারি মতো নির্বাচন আর নয়। আর যেন এ রকম না হয়, সে জন্যই সবার চেষ্টা থাকবে।’

মার্শা বার্নিকাট ও ইউএসএআইডির একটি প্রতিনিধিদল বুধবার দুপুর ১২টা ৫০ মিনিটে নির্বাচন কমিশনে আসেন। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে প্রায় দেড় ঘণ্টা আলোচনার পর সোয়া দুইটার দিকে বের হন মার্শা। এ সময় তিনি জানান, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র।

মার্শা বার্নিকাট বলেন, ‘সবার অংশগ্রহণ শুধু নির্বাচনের দিন হলে হবে না। প্রার্থীরা যেন সুষ্ঠুভাবে নিবন্ধন করতে পারেন, প্রচারণা চালাতে পারেন এবং ভোটের দিন সাধারণ মানুষ যেন এই আত্মবিশ্বাস নিয়ে ভোটকেন্দ্রে যেতে পারেন যে তাঁর ভোটটি গণনা হবে। বাংলাদেশের অনেক ভালো ও কম ভালো নির্বাচনের ইতিহাস রয়েছে। আমি সম্মানিত প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে বলতে চাই, তিনি বলেছেন, আগামী নির্বাচন যেন সব ধরনের প্রশ্নের ঊর্ধ্বে হয়, সেটাই তিনি চান।’

মো. আবদুল্লাহ বলেন, বিগত নির্বাচনে কিছু ত্রুটি-বিচ্যুতি, হরতাল ও সহিংসতা প্রত্যক্ষ করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। তারা এ ব্যাপারে উদ্বেগ জানিয়েছে। আলোচনায় প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, সবার অংশগ্রহণমূলক নির্বাচন হলে, এমন ঘটনা আর ঘটবে না। নির্বাচন কমিশনের সচিব আরও বলেন, সবাইকে মাঠে আনাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আলোচনায় ৫ জানুয়ারির নির্বাচনের প্রসঙ্গ এসেছে। বড় দল নির্বাচনে অংশগ্রহণ না করার ফলে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে আলোচনায় উঠে এসেছে।



 

Show all comments
  • Nur- Muhammad ৩১ মে, ২০১৭, ৬:০২ পিএম says : 1
    মার্শা বর্নিকাট বললো, "৫ জানুয়ারির মত আর নির্বাচন নয়।" তা হলে ৫ জানুয়ারির নির্বাচনে কি ঘটছিল? কেন এটা নির্বাচন নামে কলন্কিত অধ্যায় রচিত হলো? জনগণ বলছে, নির্বাচন হলো জনগণের পবিত্র মতামতের প্রতিফলন। তা হলে জনগণ ই হলো নির্বাচনের মূল উপাদান। মূল উপাদান ছাড়া যেমন কোন কিছু তৈরী হতে পারে না, তেমনি জনগণ ছাড়া নির্বাচন হতে পারে না। ৫ জানুয়ারি জনগণ নির্বাচনে অংশ গ্রহন করে নাই, তাই এটা নির্বাচন বললে, নির্বাচন নামটাকে কলন্ক করা হবে। কুলসিত করা হবে। ৯১ এবং ৯৬ তে যারা এমপি হলো। তারা জনগণের সন্মানিত এমপি। আর "১৪ এ যারা হলো। তারা বিনা ভোটে এমপি মন্রী। এই ...রা এখন গায়ের জোড়ে দেশ চালাচ্ছে। গলা উচাইয়া জনগণের সাথে কথা বলছে। তাই এই জুলুম থেকে রক্ষা পাওয়ার জন্য জনগণের সাথে তাল মিলায়ে বার্নিকাট বললো, ৫ এর মত নির্বাচন আর নয়। জনগণের মনের কথা বলায় বার্নিকাটকে ধন্যবাদ। সবায়কে ধন্যবাদ।
    Total Reply(0) Reply
  • jahangir ৩১ মে, ২০১৭, ৬:১৯ পিএম says : 1
    fine
    Total Reply(0) Reply
  • Abul Kalam Azad ৩১ মে, ২০১৭, ৭:৪৫ পিএম says : 0
    The mass population of the country like to see a democratic form of Government in Bangladesh.
    Total Reply(0) Reply
  • Mohammed Shah Alam Khan ৩১ মে, ২০১৭, ৮:৩০ পিএম says : 0
    গত জাতীয় নির্বাচনের অবস্থার করান সারা বিশ্ব অবগত আছে। এখানে কোন ভাবেই একদলকে দোষারুপ করা যায়না তাই বিশ্ব দরবার নির্বাচন মেনে নিয়েছিল। এবার সেই অবস্থা হউক এটা অবশ্যই চায়না কোন দেশ কারন তাদের অর্থ এদেশে বিনিয়োগ করা রয়েছে তাই তার নিরাপত্তার জন্য অবশ্যই তারা চাইবে একটা সুস্ট নির্বাচন এবং শক্তিশালী সরকার সাথে সাথে শক্তিশালী বিরোধী দল। বার্নিকাট অবশ্য চাইবেন তার দেশ এবং তারদেশের উপর ভরসা করে যারা এখানে বিনিয়োগ করেছে তাদের নিরাপত্তা এটাই স্বাভাবিক। তবে আমারা তার কথা কতটা গ্রহণ করব সেটা আমাদের একান্তই নিজস্ব সিদ্ধান্ত এটাও সত্য। কাজেই এধরনের সভা হবে এটাও আমাদেরকে মেনে নিতে হবে যদিও এটা আমাদের আত্মসম্মানে লাগে। সংবাদে আমি যা বুঝতে পারলাম সেটা হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সাথে বিদেশীদের আলোচনা সভা ভালই হয়েছে এবং তিনি সঠিক ব্যাখ্যা দিতে সক্ষম হয়েছেন। আল্লাহ্‌র কাছে আমার প্রার্থনা তিনি যেন আমাদেরকে স্বাবলম্বী করেন যাতে আমাদেরকে অন্য কোন দেশ খবরদারী করতে না পারে। আমীন
    Total Reply(0) Reply
  • শরিপ হোসেন ৩১ মে, ২০১৭, ৮:৩৯ পিএম says : 0
    দুঃখ আছে আমার ও গত ৫ জানুয়ারি আমি আমার ভোট টা দিতে পারিনা।এটাই চিলো আমার জীবনের প্রথম ভোট।আমি চাই আগামি নিবাচনে সকল দল কে নিয়ে একটি গ্রহন যোগ্য নিবাচন করবে আমাদের নিবাচন কমিশন।
    Total Reply(0) Reply
  • সিরাজুল ইসলাম ১ জুন, ২০১৭, ৯:২২ এএম says : 0
    দেশে আদোকি কোন নির্বাচন হবে ? আর সেই নির্বাচনে ভোট দেবেন কারা জনগণ নাকি পুলিশ ?
    Total Reply(0) Reply
  • হাবিব ১ জুন, ২০১৭, ১১:৫১ এএম says : 1
    এটাও বাওতাবাজি
    Total Reply(0) Reply
  • monsur ahmed ১৭ আগস্ট, ২০১৭, ৬:৩৬ পিএম says : 0
    তাহলে মারস বারনিকাট এর কথায় বুজা গেলো ৫ই জানুয়ারির নির্বাচন অবইধো।
    Total Reply(0) Reply
  • মরাজশেখ ১৮ আগস্ট, ২০১৭, ৩:২৭ এএম says : 0
    আমিছউদিআরবথেকেবলছিযাতেসবদল,অংসগহনকরতেপারেএবং,কারোমনে,কোনোসনদেহনাথাকেসেরকমএকটিনিরবাচনচাই
    Total Reply(0) Reply
  • ১৮ আগস্ট, ২০১৭, ৯:০০ এএম says : 0
    এই পর্যন্ত মনে হচ্ছে জনগণের পরিবর্তে পুলিশেই জনগণের পক্ষে ভোট দিবেন
    Total Reply(0) Reply
  • Osman Gani ২২ অক্টোবর, ২০১৭, ৭:৫৬ পিএম says : 0
    যদি পাচঁ জানুয়ালী নির্বাচন শুদ্ধ না হয়ে থাকে তাহলে এতোদিন এখনও চলমান থাকে কি ভাবে?সারা দুনিয়া মার্কিনীরাসহ বসে বসে তামাশা দেখেছে! কৈ একটি শক্তিমান ফায়সালা তো কেউ দেয় নি অথবা সরকার শুনে নি।ভারতের কথাই সবাই মেনে নিলেন।এটা তো জাতির জন্য চরম অবমাননাকর!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ