Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রমজানে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে বাপবিবো চেয়ারম্যানের নির্দেশ

| প্রকাশের সময় : ২৮ মে, ২০১৭, ১২:০০ এএম

সম্প্রতি বাপবিবো সদর দপ্তরে ব্রিগেডিয়ার সবিহ উদ্দিন আহমেদ অডিটরিয়ামে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রমজান মাসে সারাদেশে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে ৮০টি পবিস এর সিনিয়র জেনারেল ম্যানেজার/ জেনারেল ম্যানেজারকে নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন। তিনি বলেন, চাহিদার তুলনায় বিআরইবি কম বিদ্যুৎ পাচ্ছে বিধায় লোডশেডিং বেড়েছে। বিদ্যুৎ উৎপাদন কম হওয়ার কারণে প্রাপ্ত বিদ্যুৎ সমহারে বন্টন করে লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখতে হবে। রমজান মাসে ধর্মপ্রাণ মুছল্লীরা নামাজ, তারাবি, ইফতার ও সেহরীর সময় যাতে বিদ্যুৎ পায় সে দিকে মাঠ পর্যায়ে কর্মকর্তা/কর্মচারীদের কঠোর নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, দীর্ঘ সময় লোডশেডিং থাকলে পরিস্থিতি উত্তপ্ত হতে পারে। আবার কেউ যেন এই সুযোগ নিয়ে অন্য কোন ধরণের পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ দেন। এক্ষেত্রে তিনি জনসম্পৃক্ততা বাড়ানোরও তাগিদ দেন। বাপবিবো চেয়ারম্যান আরো বলেন, প্রাকৃতিক দুর্যোগ থাকবে, ঝড়ে সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হবে এটাই স্বাভাবিক। তবে সঙ্গে সঙ্গে তা মেরামত করে বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে হবে। গ্রাহকদের বুঝাতে হবে, বিদ্যুৎ উৎপাদন কম হওয়ায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ দেয়া সম্ভব হচ্ছে না। স্থানীয় প্রশাসন ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সাথে সম্পৃক্ততা বজায় রেখে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে পবিস এর কর্মকর্তা/কর্মচারীদের নির্দেশ প্রদান করেন চেয়ারম্যান। তিনি বলেন, আমরা ১ কোটি ৮৪ লাখ গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দিয়েছি, তবে কেন বিদ্যুৎ দিব না। এ বিষয়ে সবাইকে সচেতন করতে হবে। লাইন নির্মাণ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে দ্রæত সময়ের মধ্যে মিটার সংযোগ দেওয়ার নির্দেশ দেন তিনি। তিনি বলেন, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে জেগে উঠুন। অন্যথায় কঠোর ব্যবস্থা নেয়া হবে। দালাল এবং ঠিকাদারের অসৎ লোকজনের দুর্নীতির কারণে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সুনাম ক্ষুন্ন হচ্ছে। সিষ্টেম লস কমিয়ে আনার পাশাপাশি বকেয়া আদায়ের ক্ষেত্রেও আরো উদ্যোগী হওয়ার তাগিদ দেন চেয়ারম্যান। এ সময় বিআরইবি’র উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ