Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুপ্রিম কোর্টের ‘লেডি জাস্টিস মূর্তি’ সরানো হল

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ মে, ২০১৭, ৬:০২ এএম | আপডেট : ১১:২৩ এএম, ২৬ মে, ২০১৭

অনলাইন ডেস্ক : ইসলামী সংগঠনগুলোর দাবির মুখে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে সরিয়ে নেওয়া হল ‘লেডি জাস্টিস মূর্তি’।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মূর্তিটি সরানোর কাজ শুরু হয়। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নির্দেশে এটি সরানো হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি রাতে জানান, এটি সুপ্রিম কোর্টের জাদুঘরে রাখা হবে।

অপসারণের সময় উপস্থিত ছিলেন এর ভাস্কর মৃণাল হক। তিনি সাংবাদিকদের বলেন, চাপের মুখে পড়ে এই ভাস্কর্য অপসারণ করা হচ্ছে।

গত বছরের ডিসেম্বরে তার তত্ত্বাবধানেই এই মূর্তিটি স্থাপন করা হয়েছিল। এরপর থেকে হেফাজতসহ কয়েকটি ইসলামী সংগঠন তার বিরোধিতায় নামে। হেফাজত এই মূর্তিটি সরানোর দাবি জানিয়ে সরকারকে ৫ মে মতিঝিলে ফের সমাবেশের হুমকি দেয়। ওলামা লীগও তা অপসারণের দাবি জানায়।

রাত সাড়ে ১২টার দিকে ২০ জনের বেশি শ্রমিক মূর্তি অপসারণের কাজ করছিলেন। পাশে দাঁড়ানো ছিল ছোট একটি ট্রাক। কয়েকজন শ্রমিক হাতুড়ি ও শাবল দিয়ে মূর্তির উপরের অংশ অক্ষত রেখে নিচের পিলার ভাঙছিলেন।

গত ১১ এপ্রিল হেফাজতের আমির শাহ আহমদ শফী নেতৃত্বাধীন এক দল ওলামার সঙ্গে গণভবনে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূর্তিটি সরাতে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন। রোজা শুরুর আগে এই ভাস্কর্য অপসারণের দাবি জানিয়ে আসছিল ইসলামী সংগঠনগুলো।

অপসারণের পক্ষে যুক্তি হিসেবে এর নান্দনিক ‘ত্রুটির’ পাশাপাশি জাতীয় ঈদগাহের কাছে অবস্থানের কথা বলেন প্রধানমন্ত্রী।

মূর্তি অপসারণের খবর প্রকাশের পর রাত ২টার দিকে সুপ্রিম কোর্টের সামনের রাস্তায় সমবেত হয়ে বিক্ষোভ করেন গণজাগরণ মঞ্চের একদল কর্মী। পরে ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের নেতাকর্মীরা তাদের সঙ্গে যোগ দেন। এক পর্যায়ে তারা সুপ্রিম কোর্টের ফটকে ধাক্কাধাক্কি শুরু করলে রাত ৩টার দিকে অপসারণের কাজ কিছুক্ষণ বন্ধ রেখে আশপাশের বাতিগুলো নিভিয়ে দেওয়া হয়।

এরপর ভোররাত ৪টার দিকে মূর্তিটি ক্রেনের সাহায্যে পিকআপ ভ্যানে তুলে নেওয়া হয়।



 

Show all comments
  • S. Anwar ২৬ মে, ২০১৭, ৭:০১ এএম says : 0
    খেয়ার কড়িতো দিলা, লগির গুঁতা খাইয়া।
    Total Reply(0) Reply
  • ২৬ মে, ২০১৭, ৭:০১ এএম says : 0
    মুর্তি অপসারনের জন্য ধন্যবাদ, এবং দোআ করি তাদের জন্য যাদের অক্লান্ত মেহনতের পর সরানো হলো,আল্লাহ পাক তাদের কে,যাযা খায়ের দান করুন....আমিন...
    Total Reply(0) Reply
  • Nur- Muhammad ২৬ মে, ২০১৭, ৭:০২ এএম says : 0
    কোন অপ্রিতীকর ঘটনা ছাড়া মূর্তিটি অপসারিত হলো, এই জন্য মাননীয় প্রধানমন্রীসহ সংশ্লিষ্টদের অশেষ ধন্যবাদ। দেশের ৯৯.৯৯% লোক এই মূর্তি অপসারনের পক্ষে, তাই এটার বিরুধিতা করা, দেশ মাতৃকার বিরুধিতার ই শামিল । গণজাগরনের ভাইয়েরা বিক্ষোভ করছে। হয়ত বলবেন, এই ভাইদের বিক্ষোভ করার গণ তান্ত্রীক অধিকার আছে। কিন্তু ১৬ কোটি মানুষের বিরুদ্ধে ১৬ জন মানুষের বিক্ষোভ, জাতীয় র সাথে প্রতারনার ই সামিল। তাই অনুরোধ করছি, বৃশিঙ্খলা, প্রহসন প্রতারনা ও হঠকারিতা হতে সরে আসুন। জাতীয় র কল্যাণে কাজ করুন। ধন্যবাদ। সবায়কে ধন্যবাদ।
    Total Reply(0) Reply
  • Mohammed Shah Alam Khan ২৬ মে, ২০১৭, ৮:৫৩ এএম says : 0
    শেষ পর্যন্ত ঈদগাহর সামনে থেকে মূর্তিটি অপসারিত করা হয়েছে। দেরিতে হলেও ভাল কাজকে ভাল বলতেই হয় তাই আমি মূর্তি অপসারিত করার নির্দেশ দাতা প্রধান বিচারপতিকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ্‌ আমাকে সহ সব্বাইকে ইসলাম বুঝার, জানার ও সেইভাবে সততার সাথে মান্য করে চলার ক্ষমতা দিন। আমীন
    Total Reply(0) Reply
  • ২৬ মে, ২০১৭, ১০:২৪ এএম says : 1
    ধন্যবাদ জানায় ইসলামী আন্দোলন বাংলাদেশকে, তাদের ধারাবাহিক কর্মচূসির ফসল এটি।
    Total Reply(0) Reply
  • Jahan71 ২৬ মে, ২০১৭, ১:২৩ পিএম says : 0
    Thanks Sk.Hasina for the very wise decision.
    Total Reply(0) Reply
  • a.haq ২৬ মে, ২০১৭, ১১:২১ পিএম says : 0
    good job
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ