Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউআইটিএস’র তৃতীয় ইলেক্ট্রো ফেস্ট

| প্রকাশের সময় : ২৬ মে, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর ইইই ও ইসিই বিভাগ তৃতীয় ইলেক্ট্রো ফেস্ট আয়োজন করেছে। গতকাল (বৃহস্পতিবার) দু’দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ভিসি প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ইউআইটিএস ট্রাস্টি বোর্ডের উপদেষ্টা প্রফেসর ড. কে এম সাইফুল ইসলাম খান, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ডিন ড. মোঃ মিজানুর রহমান, প্রক্টর, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীরা র‌্যালিতে অংশ নেন। এরপর অতিথিরা ইইই ও ইসিই বিভাগের উদ্যোগে আয়োজিত দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত বিভিন্ন বিজ্ঞান প্রজেক্ট এবং ফটোগ্রাফী প্রতিযোগিতায় প্রদর্শিত ছবিসমূহ ঘুরে দেখেন। দ্বিতীয় সেশনের সেমিনারে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার যুবায়ের আল বিল্লাল খান, ইউআইটিএস এর ইইই ও ইসিই বিভাগের সহকারি প্রফেসর মাহমুদুল হাসান, লেকচারার রুহুল আমিন এবং সহকারি অধ্যাপক মোঃ খোরশেদ আলী সøাইডশো এর মাধ্যমে বিভিন্ন বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ