পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
স্টাফ রিপোর্টার : বাংলাদেশের ওষুধি গাছপালা নিয়ে উন্নত গবেষণার মাধ্যমে নতুন ওষুধ আবিস্কারের ফলে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করা সম্ভব। গত রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী অনুষদ আয়োজিত এক সেমিনারে এ তথ্য বলা হয়। বিশ্ববিদ্যালয়ে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘ড্রাগ ডিসকভারি এন্ড ডেভেলপমেন্ট ফ্রম ন্যাচারেল সোর্স’ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বাংলাদেশের ওষুধি গাছ-পালা থেকে কার্যকর উপাদান আহোরণ, প্রচলিত ভেষজ জাতীয় ওষুধের আধুনিকায়নসহ বিভিন্ন গুরুতপূর্ণ বিষয়ে প্রবন্ধ উপস্থাপণ করা হয়।
বেলুন ও ফানুস উড়িয়ে আড়ম্বরপূর্ণ এই সম্মেলনের উদ্ধোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা), প্রফেসর ড. নাসরীন আহমাদ এবং বিকালে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো. আখতারুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইমেরিটাস প্রফেসর ড. এ কে আজাদ চৌধুরী, ফার্মেসী অনুষদের ডিন প্রফেসর ড. এস এম আব্দুর রহমান। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ফার্মেসী বিভাগের চেয়ারম্যান ও অর্গানাইজিং কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর ড. সীতেশ চন্দ্র বাছার।
সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মসী অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, গবেষক, নিয়ন্ত্রণকারি সংস্থা এবং বিভিন্ন পস্তুতকারি প্রতিষ্ঠান থেকে ৪ শতাধিক ব্যক্তি অংশগ্রহণ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।