Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

চাকরি ও টাকার বিনিময়ে খায়রুল হক প্রধানমন্ত্রীকে রাজার হালতে রেখেছেন: রিজভী

প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১২:০৮ এএম, ২২ জানুয়ারি, ২০১৬

স্টাফ রিপোর্টার : একটি চাকরি ও ১০ লাখ টাকার বিনিময়ে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজার হালতে রেখেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত রুহুল কবির রিজভী।বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, বিচারপতি খায়রুল হক আইন কমিশনের চেয়ারম্যান হওয়ার পর চিকিৎসার নাম করে প্রধানমন্ত্রী থেকে দশ লাখ টাকা নিয়েছেন। একটি চাকরি ও ১০ লাখ টাকার বিনিময়ে খায়রুল হক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজার হালতে রেখেছেন।তিনি বলেন, আওয়ামী লীগ দ্বিতীয় টার্মে দেশে বাকশাল কায়েম করার জন্যই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ