Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজকের বাংলাদেশ বিশ্বের বুকে প্রশংসিত-আইনমন্ত্রী

| প্রকাশের সময় : ২১ মে, ২০১৭, ১২:০০ এএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি বলেছেন, ‘উন্নয়নের জন্য আজকের বাংলাদেশ বিশ্বের বুকে সমাদৃত। বাংলাদেশ মানে আর ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরাঘুরি নয়। কিন্তু বিএনপি-জামায়াত এটা পছন্দ করেনা।
গত শুক্রবার সন্ধ্যায় জেলার কসবায় উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের জয়নগর গ্রামে বিদ্যুতের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে মন্ত্রী বিএনপি-জামায়াতের বিভিন্ন কর্মকান্ডের কঠোর সমালোচনা করেন। গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ডা. আব্দুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এদিকে রাতে কসবা থানার নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের চাকা চালু করেছি। আইনশৃঙ্খলা ঠিক না থাকলে এ চাকা জনগণের কাছে পৌঁছবে না। এ জন্য কিন্তু বারবার ষড়যন্ত্র হচ্ছে। জঙ্গিবাদ ও মাদকও একটি ষড়যন্ত্র। এ থেকে ভবিষ্যত প্রজন্মকে দূরে রাখতে সবাইকে সচেতন হতে হবে। শেখ হাসিনা আমাদেরকে আত্মমর্যার্দাশীল জাতি হিসেবে পরিচয় করে দিয়েছেন। আমাদেরকে বলা হতো দুর্যোগের দেশ, দুর্নীতিতে এক নম্বরের দেশ। এখন বলে দুর্যোগ নির্মূলের জন্য শক্তিশালী হলো বাংলাদেশ। গার্মেন্ট রপ্তানিতে দুই নম্বর বাংলাদেশ। চাল রপ্তানিতে পাঁচ দেশের মধ্যে বাংলাদেশ। মাছ রপ্তানিতে চারটি দেশের একটি। জনগণের উন্নয়ন আমাদের ব্রত। জঙ্গিবাদ ও মাদক দমন করতে পারলে উন্নয়ন দ্রুত হবে।
বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জ’র ডিআইজি এস. এম. মনির-উজ-জামানের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন সুধী সমাবেশের বিশেষ অতিথি ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান। অন্যান্য বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আনিসুল হক ভূঁইয়া, কসবা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন। উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগ ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী মো. কবির হোসেন, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন, কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েল, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল প্রমুখ। 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ