Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় ওসি’র বাড়ীতে হামলা-ভাঙচুর

দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায়

| প্রকাশের সময় : ২১ মে, ২০১৭, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : খুলনা জেলার তেরখাদা উপজেলা সদরের বাসিন্দা পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সাহার বাড়ীতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। তাদের দাবিকৃত তিন লাখ টাকা চাঁদা না দেয়ায় গত শুক্রবার সন্ধ্যায় হামলা চালিয়ে বাড়ীতে ব্যাপক ভাঙচুর এবং ওসি’র স্ত্রী, মা-বাবাকে মারপিট করেছে তারা। এঘটনায় শুক্রবার রাতে তেরখাদা থানায় মামলা করেছেন রমেশ চন্দ্র সাহা (৭৫)। তার পুত্র বিপ্লব কুমার সাহা ঝিনাইদহের কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)।
সূত্রে জানা গেছে, সম্প্রতি পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সাহার বাবা রমেশ চন্দ্র সাহা বসতবাড়ীর মেরামতের কাজ শুরু করেন। সে সময়েই আসামী অচিন্ত্য সাহা ও নিশির সাহা তার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার অর্থ দিতে তিনি অস্বীকার করলে বাড়ীর কাজ করতে দেবে না বলে বেশকিছুদিন হুমকি দিচ্ছিল। এঘটনার জেরধরে গত ১৯ মে সন্ধ্যায় আসামীরা রামদা, লোহার রড ও লাঠিসোটা নিয়ে তাদের বাড়ীতে অতর্কিত হামলা চালায়। নির্মাণ কাজের অংশটুকু ভেঙে গুড়িয়ে দেয়। এসময়ও দাবিকৃত চাঁদার টাকা চায় তারা; তাদের টাকা দিতে অস্বীকার করলে পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সাহার বয়োবৃন্দ বাবা রমেশ চন্দ্র সাহা ও মা উমা সাহা (৬৫), স্ত্রী নুপুর সাহা (৩৫) কে বেধড়ক মারপিট করে। এসময় তাদের ঠেকাতে আসলে নুপুরের মা অঞ্জলী সাহা (৫২) কেও মারপিট করে সন্ত্রাসীরা। একপর্যায়ে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র ব্যাপক ভাঙচুর করে ও নিয়ে যায় তারা।
তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওসি

২৭ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ