Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তরুণদের স্বপ্নের বাংলাদেশের চিত্রকল্প দেখে মুগ্ধ আনিসুল হক

| প্রকাশের সময় : ২১ মে, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : তরুণদের স্বপ্নের বাংলাদেশের চিত্রকল্প দেখে মুগ্ধ হলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। ডিএনসিসি ও আলোকিত হৃদয় ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে, বার্জার পেইন্টসের সহযোগিতায় বনানী ১১ নম্বর সড়কের পাশে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (ওয়াপদা) মাঠের দেয়ালে এ বাংলাদেশ অব দেয়ার ড্রিমস প্রতিপাদ্যের আলোকে একঝাঁক তরুণ শিক্ষার্থী চিত্রশিল্পীর আঁকা ১৬টি চিত্রকর্ম পরিদর্শনে এসে মুগ্ধ হন তিনি।
দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত এসব শিক্ষার্থী চিত্রশিল্পীরা তাদের স্বপ্নের বাংলাদেশের চিত্রকল্প নিপুণ হাতে দেয়ালের ওপর ফুটিয়ে তোলেন। একটি পরিচ্ছন্ন, সুন্দর ঢাকা নগরী গড়ে তোলার প্রত্যয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ এসব শিল্পীরা যুব সমাজের মধ্যে সামাজিক বার্তা ছড়িয়ে দিতেই এ উৎসবে অংশগ্রহণ করেন। এর মাধ্যমে দেশীয় শিল্পকলার সঙ্গে যুব সমাজের যোগসূত্র স্থাপনের পাশাপাশি মেধা অন্বেষণের মধ্য দিয়ে আগামীতে একজন জয়নুল আবেদিন’কে আবিষ্কার করা সম্ভব হবে বলে মনে করেন আয়োজকরা।
এদিকে গতকাল শনিবার দুপুরে শিল্পকলা একাডেমির ভাস্কর্য গ্যালারিতে শিল্পীর চোখে সবুজ ঢাকা নামের এক আর্ট ক্যাম্পেইন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, আগামী ছয় মাসের মধ্যে ডিএনসিসির কিছু কিছু জায়গা এমনভাবে তৈরি করা হবে যেখানে শিল্পীরা তাদের শিল্পকর্ম প্রদর্শন করতে পারবেন। এসব স্থানে চিত্রশিল্পীরা তাদের আঁকা ছবিগুলো প্রদর্শন করবেন আর নাট্য শিল্পীরা প্রদর্শন করবেন তাদের নাটক।
ডিএনসিসি, সবুজ ঢাকা এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে এ ক্যাম্পেইন এর আয়োজন করে। ৩০০ জন চিত্রশিল্পী তাদের নিজ নিজ দৃষ্টিতে সবুজ ঢাকার চিত্রকল্প ফুটিয়ে তুলছেন রং ও তুলির আঁচড়ে। তাদের এ উদ্যোগকে অভিনন্দন জানিয়ে মেয়র বলেন, ডিএনসিসি আজ আপনাদের কাছে চিরঋণী হয়ে রইল। অনুষ্ঠানে শিল্পী সমরজিৎ রায় চৌধুরী, মনিরুল ইসলাম, তালকেশ ঘোষ, বীরেন সোম, কনক চাঁপা চাকমা, গুলশান আরা, তরুণ ঘোষ, রোকেয়া সুলতানা ও নাসিম আহমেদ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ