পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
বিশেষ সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জ আমনুরায় বাইপাস রেলপথ উদ্বোধন আজ। রেলমন্ত্রী মো. মুজিবুল হক আজ বেলা ১১টায় আমনুরা বাইপাস রেলস্টেশনে এই রেলপথের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রæতি অনুযায়ী এ বাইপাস রেলপথের নির্মাণ কাজ সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে। ২০১১ সালের ২৩ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ কলেজ মাঠে এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত সরাসরি আন্ত:নগর ট্রেন চালুর ঘোষণা দেন। সরাসরি ট্রেন চালুর ক্ষেত্রে জরুরী ছিল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরায় বাইপাস রেলপথ নির্মাণ। রেলওয়ে সূত্র জানায়, বাইপাস রেলপথ চালু হলে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত ট্রেনের গন্তব্যে পৌঁছার সময় অনেক কমে আসবে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ২১ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে রেলপথটির নির্মাণ কাজ শেষ হয়েছে। আজ উদ্বোধনের পর থেকে এই রেলপথ দিয়ে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত ট্রেন চলবে। তবে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত সরাসরি আন্ত:নগর ট্রেন চালু হতে সময় লাগবে বলে রেলওয়ের উর্ধ্বতন এক কর্মকর্তা জানান। তিনি বলেন, রেলপথ থাকলে ট্রেন চালু করতে খুব বেশি বেগ পেতে হয়না। এটা যেকোনো সময় চালু হয়ে যাবে।
জানা গেছে, আমনুরা বাইপাস রেলপথ উদ্বোধনের জন্য রেলমন্ত্রী গতকাল শনিবার রাতে ট্রেনযোগে ঢাকা থেকে রাজশাহীর পথে রওনা করেছেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে আবার বিকালে তিনি রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।