Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাউন্টডাউন শুরু নাফটা সংস্কার আলোচনার

| প্রকাশের সময় : ২০ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নির্বাচনী প্রচারণার শুরু থেকেই ত্রিদেশীয় বাণিজ্যচুক্তি নাফটাকে অত্যন্ত বাজে এবং মার্কিন কর্মজীবীদের জন্য বিপর্যয় বলে বর্ণনা করলেও পরে নমনীয় হয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি এখন এই চুক্তির সংস্কার করে যুগোপযোগী ও অধিকতর মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট করতে চান। তবে অপর দুই পক্ষ মেক্সিকো ও কানাডার প্রস্তাবে সাড়া দিলেও ৯০ দিনের আগে কোনো আলোচনায় বসবেন না ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের নতুন বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইটিজার কংগ্রেসকে বলে দিয়েছেন, চুক্তির সংস্কার নিয়ে তারা আলোচনা করবেন, তবে সেটা আগামী ১৬ আগস্টের আগে নয়। গত বৃহস্পতিবার  থেকে এই কাউন্টডাউন শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের জন্য বিমান তৈরিতে নাফটার অংশীদার কানাডা অন্যায্যভাবে ভর্তুকি নিয়েছে- এমন খবরের পরিপ্রেক্ষিতে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় নতুন করে তদন্ত শুরুর ঘোষণা দেয়ার মাত্র দুই ঘণ্টার মধ্যে রবার্ট লাইটিজার কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরুর সময়সীমা জানিয়ে দেন। এছাড়া গত তিন মাস ধরেই কানাডা সাথে কাঠ আমদানি ও দুধ রফতানি এবং মেক্সিকোর কাছ থেকে চিনি আমদানিসহ নানা পণ্যের বাণিজ্য নিয়ে বিরোধ চলছেই। দুই দেশের সাথে যুক্তরাষ্ট্রের বছরে বাণিজ্য এক লাখ কোটি ডলার। বাণিজ্যমন্ত্রী উইলবার রস নাফটা ঘোষণায় বলেন, শুধু কংগ্রেস নয় আমরা নাফটার অন্যপক্ষগুলোকেও জানিয়ে দিতে চাই যুক্তরাষ্ট্রের সাথে সব বাণিজ্য চুক্তি এখন থেকে স্বচ্ছ ও ন্যায্য হতে হবে। তিনি বলেন, কিন্তু নাফটার কারণে যুক্তরাষ্ট্রের ম্যানুফ্যাকচারিং শিল্প সঙ্কুচিত হয়েছে, বিভিন্ন কারখানা ব্ন্ধ হয়ে গেছে অসংখ্য শ্রমিক কাজ হারিয়েছে। প্রেসিডেন্ট সেটি পরিবর্তন করতে যাচ্ছেন। বলতে গেলে নির্বাচনী প্রচারণার সময় শ্রমিক শ্রেণির ব্যাপক সমর্থন পাওয়ার পেছনে ট্রাম্পের এই বক্তব্যটিই চমৎকার কাজে দিয়েছিল। মূলত এই শ্রেণিটির নিরঙ্কুশ সমর্থনেই তিনি বিজয়ী হয়েছেন। আলোচনা শুরুর আগের ৯০ দিন ট্রাম্প প্রশাসন নাফটা নিয়ে কংগ্রেস এবং সংশ্লিষ্ট মার্কিন স্টেকহোল্ডারদের সাথে আলোচনা করবে। মার্কিন শ্রমিক, কৃষক, খামারিদের স্বার্থ সংরক্ষণ এবং ব্যবসার অনুকূল উন্নত একটি চুক্তিতে যেতে তারা সব পক্ষের সাথে আলোচনা সাপেক্ষে একটি সিদ্ধান্তে পৌঁছতে চায়। লাইটিজার বলেন, গত ২৫ বছরে ই-কমার্সের ব্যাপক বিস্তারসহ অর্থনীতি ও বাণিজ্য ব্যবস্থার পরিবর্তনের সাথে নাফটাকে খাপ খাইয়ে নেয়া হয়নি। চুক্তির অনেক অংশই সেকেলে এবং এতে আধুনিক বাণিজ্য মানের প্রতিফলন নেই। এদিকে বাণিজ্যমন্ত্রী রস বলছেন, হোয়াইট হাউস এখনো সিদ্ধান্ত নেয়নি এই ত্রিদেশীয় চুক্তি থাকবে নাকি যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তিতে যাবে। যদিও কানাডা ও মেক্সিকো এতে আপত্তি জানিয়েছে। স¤প্রতি ওয়াশিংটনে মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রী লুইস ভিদেগারায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে বৈঠকে নাফটার সংস্কারে একতম পোষণ করেছেন তবে চুক্তিটি অবশ্যই ত্রিপক্ষীয় রাখার পক্ষে জোর দিয়ে বলেছেন। কানাডার পররাষ্ট্র মন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড লাইটিজারের সঙ্গে বৈঠকেও মেক্সিকোর অবস্থানের প্রতিধ্বনী করেছেন। আগামী সপ্তাহে মেক্সিকো সিটিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে। নাফটার কোনো সংস্কার হয়নি ট্রাম্প প্রশাসনের এই বক্তব্যেরও বিরোধিতা করেছেন তিনি। তিনি জানান, এযাবত এগারোবার হালনাগাদ করা হয়েছে। তবে কানাডার নাগরিকদের জন্য মঙ্গল হয় এমন উত্তম চুক্তিতেই যেতে চান তারা। সঙ্গে এও বলেছেন, নাফটার কারণে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান কমেনি বরং বেড়েছে। তিনি দাবি করেন,কানাডার সাথে বাণিজ্য ও বিনিয়োগে যুক্তরাষ্ট্রের ৯০ লাখ মানুষের কর্মসংস্থান নির্ভরশীল। যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী সংগঠন ন্যাশনাল ফরেন ট্রেড কাউন্সিলও নাফটার প্রয়োজনীয়তার কথা স্বীকার করে। যেখানে কানাডা এবং মেক্সিকো মার্কিন পণ্যের সবচে বড় রফতানি বাজার। নাফটার প্রেসিডেন্ট রুফুস ইয়ের্ক্সা এক বিবৃতিতে বলেছেন, চুক্তিটি আধুনিয়কায়নে নতুন সীমা আরোপ হবে না বরং বিশ্বঅর্থনীতিতে আমেরিকার প্রতিযোগিতা সক্ষমতাকেই শক্তিশালী করবে। বøুমবার্গ,ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ