Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেরানীগঞ্জে সমকামী সন্দেহে ২৭ যুবক আটক মাদক দ্রব্য আইনে মামলা

| প্রকাশের সময় : ২০ মে, ২০১৭, ১২:০০ এএম

কেরানীগঞ্জ(ঢাকা)উপজেলা সংবাদদাতা : ঢাকার কেরানীগঞ্জের আটিবাজার এলাকায় ছায়ানীড় কমিউনিটি সেন্টার থেকে সমকামী সন্দেহে ২৭ যুবককে আটক করেছে র‌্যাব-১০। এসময় ওই কমিউনিটি সেন্টারের ম্যানেজার মোঃ জসিম  উদ্দিন(৬০)কেও  আটক করা হয়েছে। গতকাল ভোররাতে তাদের আটক করা হয়।
র‌্যাব ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিত্বে খবর পেয়ে গতকাল ভোররাতে র‌্যাব সদস্যরা কমিটিউনিটি সেন্টারটি ঘিরে ফেলে । পরে সেন্টারের ভিতর অভিযান চালিয়ে ২৭জন যুবককে আটক করে। যাদের আটক করা হয়েছে তাদের প্রত্যকের  বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে এবং বেশিরভাগই বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র।
র‌্যাব -১০ কেরানীগঞ্জ ক্যাম্প ইনচার্জ মেজর মঞ্জুর মোর্শেদ বলেন, শুক্রবার ভোরে ছায়ানীড় কমিউিনিটি সেন্টারে অভিযান চালিয়ে সমকামী সন্দেহে ২৭ যুবক এবং কমিউনিটি সেন্টারের ম্যানেজারকে আটক করা হয়েছে। এসময় আটককৃতদের কাছ থেকে নেশাজাতীয় দ্রব্য, যৌন উত্তেজক সামগ্রী ও কনডম উদ্ধার করা হয়। আটককৃত যুবকদের র‌্যাব কার্যালয়ে এনে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে তারা নিজেদেরকে ‘সমকামী’ বলে স্বীকার করে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও মোবাইলফোনের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করে কমিউনিটি সেন্টারটিতে একত্রিত হয়েছিল । মাত্র ১০ হাজার টাকায় ওই এক রাতের জন্য তারা সেন্টারটি ভাড়া নিয়েছিল। এদিকে সমকামীতার অভিযোগে আটক হলেও ২৭ যুবক ও ম্যানেজারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেছে র‌্যাব। শুক্রবার বিকালে তাদের কেরানীগঞ্জ মডেল থানায় সোপর্দ করা হয়।
র‌্যাব ১০ এর মেজর মঞ্জুর মোর্শেদ আরো জানান, আটককৃতরা সমকামীতার কথা স্বীকার করলেও গ্রেফতার হওয়ার আগে তারা সমকামীতায় লিপ্ত হয়নি। সেজন্য তাদের বিরুদ্ধে সমকামীতার অভিযোগ আনা হয়নি। যেহেতু তাদের কাছে মাদকদ্রব্য পাওয়া গেছে, এজন্য মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে আটককৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের জানান, আটককৃত যুবকরা জানিয়েছে তারা সবাই বন্ধু এবং এক বন্ধুর জন্মদিন উপলক্ষে তারা সেখানে সমবেত হয়েছিল। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ