Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অপরাধী এমপি-মন্ত্রী পুত্র হলেও ছাড় দেয়া হবে না -স্বরাষ্ট্রমন্ত্রী

| প্রকাশের সময় : ২০ মে, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলছেন, অপরাধীরা যেই হোক না কেন তাদের কোনো ছাড় দেওয়া হবে না। যদি সে এমপি-মন্ত্রীর ছেলে হয় তবুও না। গতকাল শুক্রবার রাজধানীর ধলপুর মাঠে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগ আয়োজিত মাদক ও সন্ত্রাসবিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশ-২০১৭ এ তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের উন্নয়নের প্রথম শর্ত হলো মানুষের নিরাপত্তা। আর দেশের মানুষের নিরাপত্তার জন্য কাউকেই ছাড় দেওয়া হবে না। সে যার ছেলেই হোক না কেন। এ ব্যাপারে সরকার খুবই কঠোর। অপরাধীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, আমরা বলব না যে, দেশে জঙ্গিবাদকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনেছি। তবে উন্নত বিশ্বের দেশগুলো জঙ্গিবাদ নিয়ে যখন অস্বস্তিতে রয়েছে সে সময় আমরা অনেক ভালো আছি। জঙ্গি দমনেও আমরা এখন পর্যন্ত সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছি।
আসাদুজ্জামান খান বলেন, সরকার দেশের উন্নয়নে বিভিন্ন কাজ করছে। কিন্তু মাদক হচ্ছে উন্নয়নের সব থেকে বড় বাধা। আমাদের সবাইকে এ সমস্যার সমাধানে একসঙ্গে কাজ করতে হবে। পরিবারকে নজর রাখতে হবে তাদের সন্তান কোথায় যাচ্ছে, কী করছে। তাদের আচরণে হঠাৎ কোনো ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে কিনা এ বিষয়গুলো নজর রাখতে হবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন- আইজিপি এ কে এম শহীদুল হক, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু হাসনাত, সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদ, ঢাকা-৪ এর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাড. সানজিদা খানম ও ঢাকা-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ