Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপি ‘ভিশন’ নকল করে কুকর্ম করেছে -হাছান মাহমুদ

| প্রকাশের সময় : ২০ মে, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের ভিশন নকল করে বিএনপি কুকর্ম করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৩৭তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গত ১০ মে রাজধানীতে এ সংবাদ সম্মেলনে ক্ষমতায় গেলে ২০৩০ সালের মধ্যে বিএনপি বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চায়, সেই রূপরেখা ‘ভিশন ২০৩০’ তুলে ধরেছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। হাছান মাহমুদ বলেছেন,আওয়ামী লীগ তথাকথিক বিএনপির ভিশন নিয়ে কু-তর্ক করছে না বরং আওয়ামী লীগের ভিশন নকল করে বিএনপি কুকর্ম করেছে।
হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে ২০০৮ সালে যে স্বপ্ন দেখিয়েছিলেন বিএনপি ২০১৭ সালে এসে তা উপস্থাপন করেছে। বিএনপি ভিশন ২০৩০-এ যেসব কথা বলেছে তার অধিকাংশই ইতোমধ্যে আওয়ামী লীগ বাস্তবায়ন করেছে।
হাছান মাহমুদ আরো বলেছেন, আওয়ামী লীগ ডিজিটাল বাংলাদেশের কথা বলেছিল এবং তা বাস্তবায়ন করেছে। দেশের ১৬ কোটি মানুষের মধ্যে এখন ১২ কোটির বেশি মানুষ মোবাইল ব্যবহার করে। এটা তারই প্রমাণ। আওয়ামী লীগ দিন বদলের কথা বলেছিল এবং দিন বদল করে দেখিয়েছে। বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের এই নেতা বলেছেন, ‘ভিশন ঘোষণার মধ্য দিয়ে বিএনপির দেওলিয়াত্ব, মেধাশূন্যতা প্রকাশিত হয়েছে। জনগণ এসব নকল করা, মেধাহীন ভিশন গ্রহণ করবে না। এসব দিয়ে রাজনীতিতে টিকে থাকা যাবে না। আপনারা পারলে নতুন কিছু নিয়ে আসেন। সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠশিল্পী মনোরঞ্জন ঘোষাল, কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি আসাদুজ্জামান দুর্জয়, আওয়ামী লীগ নেতা এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, রোকনউদ্দিন পাঠান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ