Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশে দূর্নীতি ও লুটপাটের মহোৎসব চলছে -নোমান

| প্রকাশের সময় : ২০ মে, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, গণতন্ত্র ছাড়া উন্নয়ন অর্থহীন। আওয়ামী লীগ উন্নয়নের স্বপ্ন দেখিয়ে গণতন্ত্র ও ভোটাধিকারকে কফিন বন্দী করে ক্ষমতাকে দীর্ঘ মেয়াদের জন্য কুক্ষিগত করার ষড়যন্ত্র করছে। বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে আওয়ামী লীগ নেতারা বিদেশে পাচার করেছে। দেশে দূর্নীতি ও লুটপাটের মহোৎসব চলছে।
জালাল উদ্দীন সোহেল স্মৃতি সংসদের উদ্যোগে গতকাল নগরীর পাহাড়তলী সাগরিকা স্কয়ারে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ন-সাধারণ সম্পাদক জালাল উদ্দীন সোহেলের শোকসভায় আবদুল্লাহ আল নোমান প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপলদ্ধি করতে পেরেছেন নির্বাচনকালীন সহায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগের ভরাডুবি হবে এবং দূর্নীতির মাধ্যমে যারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে তাদেরকে পালিয়ে বেড়াতে হবে। ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপি প্রতিযোগিতার রাজনীতিতে বিশ্বাসী। ভয় পাওয়ার কোন কারণ নেই। আপনার সহায়ক সরকারের দাবী মেনে নিয়ে নির্বাচন দিন জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে আমরা আপনাদের মত প্রতিহিংসাপরায়ন হয়ে কিছু করবো না। আইনকে আমরা স্বাভাবিক গতিতে চলতে দেব, আপনাদের মত প্রভাবিত করবো না।
সড়ক দূর্ঘটনায় নিহত ছাত্রদল নেতা জালাল উদ্দীন সোহেলকে একজন দক্ষ সংগঠক হিসেবে অভিহিত করে আবদুল্লাহ আল নোমান বলেন, আমার নির্বাচনী এলাকা তথা চট্টগ্রাম মহানগরীতে ছাত্রদলকে সংগঠিত করতে সোহেল নিরলসভাবে কাজ করেছে। চলমান গণতান্ত্রিক আন্দোলনে সে সবসময় অগ্রভাগে থাকত এবং অনেক মামলা, হামলারও শিকার হয়েছেন। তার মত নিবেদিত প্রাণ ও দক্ষ ছাত্রদল নেতার অকাল মৃত্যুতে যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হবার নয়।
সরাইপাড়া ওয়ার্ড বিএনপির আহবায়ক হাজী বাবুল হকের সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, কেন্দ্রীয় শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইন, বিএনপি নেতা আবু সুফিয়ান, শেখ নুরুল্লাহ বাহার, শামসুল আলম, এডভোকেট আবদুস সাত্তার প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ