পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
চট্টগ্রাম ব্যুরো : আয় বহিভূর্ত সম্পদ অর্জনের অভিযোগে দায়েরকৃত মামলায় গতকাল (শুক্রবার) নগরীর আগ্রাবাদ থেকে শুল্ক কর্মকর্তা আবদুল মোমিন মজুমদারকে (৫৫) গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। তিনি ঢাকার রাজস্ব সার্কেল-৪ এর রাজস্ব কর্মকর্তা। সকালে গ্রেফতারের পর তাকে ডবলমুরিং থানায় হস্তান্তর করা হয়। পরে বিকেলে সেখান থেকে তাকে আদালত হাজির করা হয়। আদালত তাকে জেল হাজাতে প্রেরণের নির্দেশ দেন বলে জানায় পুলিশ। মোমেনের গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। নগরীর হালিশহরে তার একটি ছয়তলা বাড়ি আছে। তাকে সেখানে থেকে আটক করা হয়।
দুদক চট্টগ্রামের উপ-পরিচালক মোশারফ হোসেন মৃধা জানান, মোমিন ও তার স্ত্রী সেলিনার বিরুদ্ধে এক কোটি ২৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং আরও ৪০ লাখ ২৩ হাজার ৮৫৮টাকার সম্পত্তির তথ্য গোপনের অভিযোগ রয়েছে। তার স্ত্রীকেও গ্রেফতারের চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।