Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারীর গৃহকর্মের মূল্যায়ন করতে হবে -তথ্যমন্ত্রী

| প্রকাশের সময় : ১৯ মে, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : গৃহস্থালিতে নারীর শ্রমের মূল্যায়ন নারী-পুরুষ সমতায়ন ও জাতীয় প্রবৃদ্ধির সঠিক চিত্রায়নে একান্ত জরুরি জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) সেমিনার কক্ষে গৃহস্থালি কর্মকান্ডে নারীর শ্রম শীর্ষক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় তিনি একথা বলেন। নেদারল্যান্ডস এর পররাষ্ট্র মন্ত্রণালয় এবং একশন এইডের সহায়তায় পিআইবি এ কর্মশালা আয়োজন করে।  মন্ত্রী বলেন, ২০৩০ এর মধ্যে টেকসই উন্নয়ন অর্জনে লিঙ্গবৈষম্য সম্পূর্ণ দূর করতে হবে।গৃহস্থালির কাজসহ সকল অনানুষ্ঠানিক কাজের মূল্যায়ন ও স্বীকৃতি লিঙ্গবৈষম্য দূর করতে সাহায্য করবে। এক্ষেত্রে নারীশ্রমের যথাযথ মূল্যায়ন হলেই কেবল প্রবৃদ্ধির সঠিক পরিমাপ সম্ভব। নতুবা, বিপুল নারীশ্রম জাতীয় প্রবৃদ্ধি হিসাবের বাইরে রয়ে যায়। ইনু বলেন, শ্রম বিষয়ক খবর এবং সেখানে নারীর শ্রম কতটুকু মূল্যায়িত হচ্ছে সেদিকে সাংবাদিকবৃন্দের নজর রাখতে হবে। দেখা যায়, গৃহস্থালির কাজ সংসারের নারীরা যখন করে তা মূল্যায়িত হয় না কিন্তু সেই একই কাজ যখন অর্থের বিনিময়ে নিয়োজিত কেউ করে তা মূল্যায়িত হয়।  নারীশ্রমের মূল্যায়ন বিষয়ে গবেষণা ও তা সবার জন্য প্রকাশ করার জন্য কর্মশালা আয়োজকদের আহŸান জানান তিনি।  পিআইবি’র মহাপরিচালক মোঃ শাহ আলমগীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য ড. মেঘনা গুহ ঠাকুরতা ও একশন এইডের প্রতিনিধি শেখ মনজুর-ই-আলম বক্তব্য রাখেন। একই স্থানে অপরএক অনুষ্টানে মহান মুক্তিযুদ্ধ, একাত্তরে পাকিস্তানী হানাদার ও তাদের দোসরদের পরিচলিত ঘৃণ্য গণহত্যা এবং নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের চিত্র দেশ ও বিশ্ববাসীর কাছে ফুটিয়ে তোলার জন্য ফটোসাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানান। বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সহায়তায় পিআইবি এ সেমিনার আয়োজন করে। ফটোসাংবাদিকরা ইতিহাস ধরে রাখেন, তাদের আলোকচিত্র সত্যের সাক্ষী, উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধ, ঘৃণ্য গণহত্যা এবং নব্বইয়ের গণআন্দোলনে তাদের তোলা ছবিগুলো এদেশের মুক্তিকামী মানুষের সংগ্রামকে সফলতার পথে এগিয়ে নিয়েছে। এজন্য আমরা ফটোসাংবাদিকদের প্রতি কৃতজ্ঞ।



 

Show all comments
  • Mohammed Shah Alam Khan ১৯ মে, ২০১৭, ৭:২৬ এএম says : 0
    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু খুবই মূল্যবান কথা বলেছেন তার সাথে আমি একমত। গৃহস্থালি কাজের মূল্যায়ন করতেই হবে এই কাজ এখন দেশের প্রবৃদ্ধির হিসাবের বাহিরে আছে এবং এতে মহিলা গৃহীনিদের কাজের মূল্যায়ন করা হচ্ছে না বলে আমি মনে করি। তাই আমি মন্ত্রীর কাথাটাকে বাস্তবায়িত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জোড় সুপারিশ করছি। আমি সবসময় বলে থাকি দেশের মেরুদন্ড হচ্ছে সাংবাদিক ও আইনজীবী এই দুই শ্রেনী যদি সঠিক ভাবে তাদের দায়িত্ব পালন করে তাহলে সেই দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হতে বাধ্য। আল্লাহ্‌ আমাকে সহ এই দেশের সকল সাংবাদিক ও আইনজীবীদেরকে তাদের মহান দায়িত্ব সঠিক ভাবে সততার সাথে পালন করার শক্তি দিন। আমীন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ