Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাষ্ট্রদ্রোহ মামলায় আসলাম চৌধুরীর জামিন

| প্রকাশের সময় : ১৯ মে, ২০১৭, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার ঃ ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের এক সদস্যের সঙ্গে ‘সরকার উৎখাতের ষড়যন্ত্রের’ অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপি নেতা আসলাম চৌধুরীকে জামিন দিয়েছে হাইকোর্ট। গতকাল বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর বেঞ্চ এ আদেশ দেন। ফলে আসলাম চৌধুরীর মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।
আদালতে আসলামের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির।
পরে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, এর আগে আদালত জামিন প্রশ্নে রুল জারি করেছিলেন হাইকোর্ট। সেই রুল যথাযথ ঘোষণা (অ্যাবসলিউট) ঘোষণা করে তার জামিন মঞ্জুর করেন আদালত। এর ফলে তার কারা মুক্তিতে আর কোন বাধা নেই। গত ১৫ মে ঢাকা থেকে আসলামকে আটক করা হয়। পরদিন তাকে সন্দেহভাজন হিসেবে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয় পুলিশ। পরে সরকার উৎখাতের ষড়যন্ত্র করার অভিযোগে ২৬ মে গুলশান থানায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক গোলাম নূরনবী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ