Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উন্নয়ন কাজে বিকল সাড়ে তিন হাজার টেলিফোন

| প্রকাশের সময় : ১৯ মে, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ভূগর্ভস্থ ক্যাবলের ক্ষতির কারণে বন্ধ হয়ে সাড়ে তিন হাজার টেলিফোন ও ইন্টারনেট সার্ভিস। বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি (বিটিসিএল) জানিয়েছে টেলিফোনসমূহ পর্যায়ক্রমে চালু করার সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। গতকাল (বৃহস্পতিবার) বিটিসিএলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর খিলগাঁও, বনশ্রী, গোড়ান, মগবাজার, কাকরাইল, মৌচাক, মালিবাগ, শান্তিনগর, কর্নফুলি গার্ডেন সিটি, সার্কিট হাউজ রোজ, ফকিরাপুল, নয়াপল্টন, ডিআইটি এক্সটেনশন রোড, নয়াটোলা, রামপুরা এলাকায় ঢাকা উত্তর-দক্ষিণ সিটি কর্পোরেশন এবং ওয়াসার উন্নয়নমূলক কাজে রাস্তা খনন করায় বিটিসিএলের ভূগর্ভস্থ ক্যাবল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ/বিচ্ছিন্ন হয়ে প্রায় সাড়ে তিন হাজার টেলিফোন ও ইন্টারনেট সার্ভিস গত কিছুদিন যাবত বিকল হয়ে আছে। কিছু কিছু বিচ্ছিন্ন লাইন ইতোমধ্যে মেরামত করার পরও উন্নয়ন কাজে পুনরায় ক্যাবল ক্ষতিগ্রস্থ হওয়ায় বেশকিছু টেলিফোন ও ইন্টারনেট সার্ভিষ এখনও বন্ধ রয়েছে। উন্নয়ন কাজ চলমান থাকায় এসব এলাকায় ক্যাবল মেরামতের কাজ বিলম্ব হচ্ছে। সাময়িক এই অসুবিধার জন্য বিটিসিএলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ