Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্যা, ব্লাস্ট ও অতিবৃষ্টিতে ফসলের ক্ষতি হলেও খাদ্য সংকট হবে না -খাদ্যমন্ত্রী

দিনাজপুর অফিস | প্রকাশের সময় : ১৭ মে, ২০১৭, ৩:৩৩ পিএম

দিনাজপুর অফিস : খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘হাওর অঞ্চলে বন্যার ফলে বোরো আবাদের ক্ষতি হয়েছে। একইসঙ্গে ব্লাস্ট রোগ ও অতিবৃষ্টির কারণে ফসলের ক্ষতি হলেও দেশে খাদ্য সংকট কিংবা বিপর্যয় হবে না।’

আজ বুধবার সকালে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে খাদ্য সংগ্রহ বিষয়ক মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন খাদ্যমন্ত্রী।
মতবিনিময় সভায় খাদ্যমন্ত্রী কিছু ব্যবসায়ী কৃত্রিম খাদ্য সংকটের চেষ্টা করছে বলে অভিযোগ করেন। একইসঙ্গে তিনি দেশের স্বার্থে নেতিবাচক সংবাদ প্রচার না করতে সাংবাদিকদের অনুরোধ করেন।

মন্ত্রী বলেন, ‘হাওর অঞ্চলে খাদ্য নষ্ট হয়েছে ৬ লাখ মে.টন। ব্লাস্ট রোগে আরও ৬ লাখ মে.টন খাদ্য নষ্ট হয়েছে। এরপরেও কোনও বিপর্যয় বা সংকট তৈরি হবে না। কৃষকদের কষ্ট লাঘব করতে আন্তর্জাতিক বাজার থেকে চাল ক্রয় করা হবে।

দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাদ্য অধিদফতরের মহাপরিচালক বদরুল হাসান ও রংপুর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক রায়হানুল কবির। এ সময় দিনাজপুর চেম্বার, চাল কল মালিক গ্রুপসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে দিনাজপুর জেলার ৫১ জন মিলার খাদ্য সংগ্রহ অভিযানে সরকারের সঙ্গে চুক্তি সই করেন। দিনাজপুর জেলা থেকে এবারে ৮৬ হাজার মে.টন চাল সংগ্রহ করা হবে বলে সভায় জানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ