পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
চট্টগ্রাম ব্যুরো : অবৈধভাবে গ্যাস ব্যবহার ও বকেয়ার কারণে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীর (কেজিডিসিএল) গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান অব্যাহত রয়েছে। গত ২০ এপ্রিল থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত নগরীর চান্দগাঁও, রাহাত্তারপুল, বায়েজিদ, মেহেদীবাগ, আগ্রাবাদ, মুরাদপুর, চকবাজার, দামপাড়া, খুলশী, নাছিরাবাদ এবং জেলার সীতাকুন্ড, পটিয়াসহ বিভিন্ন এলাকায় কেজিডিসিএল’র ভিজিল্যান্স টীম এবং জোনভিত্তিক গঠিত সংযোগ বিচ্ছিন্ন টীম নিয়মিত অভিযান পরিচালনা করে। উল্লেখিত এলাকাসমূহে বাসাবাড়িতে অননুমোদিত সরঞ্জামে এবং অননুমোদিতভাবে রাইজার স্থানান্তর করে অবৈধভাবে গ্যাস ব্যবহার ও বকেয়া গ্যাস বিলের কারণে ২টি বাণিজ্যিক, ৩টি শিল্প ও ১৩৩টি আবাসিকসহ ১৩৮ জন গ্রাহকের ৫৯০টি চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।