পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
অর্থনৈতিক রিপোর্টার : মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন মো. জাকির হোসাইন। একই ব্যাংকে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) থেকে তিনি এই পদোন্নতি পান। জাকির হোসাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ থেকে অনার্স এবং ব্যাংকিংয়ে মেজর সহ মাস্টার্স ডিগ্রী লাভের পর ১৯৯৩ সালে জনতা ব্যাংকে প্রবেশনারী অফিসার (ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট) হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে ১৯৯৫ সালে প্রাইম ব্যাংকে যোগদান করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৯ সালে মার্কেন্টাইল ব্যাংকে যোগ দেন। তিনি ব্যাংকের প্রধান কার্যালয়ের ঋণ বিভাগে এবং ‘শাখা প্রধান’ হিসেবে এ্যালিফ্যান্ট রোড ও মহাখালী শাখায় দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ব্যাংকের কর্পোরেট ব্যাংকিং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জার্মানী, থাইল্যান্ড ও মালয়েশিয়ায়সহ দেশে-বিদেশে ব্যাংকিং এর ওপর বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও ওয়ার্কশপে অংশগ্রহণ করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।