পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইনকিলাব ডেস্ক : ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন এমানুয়েল ম্যাক্রোঁ। গতকাল রোববার এলিসি প্রাসাদে বিদায়ী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ ম্যাক্রোঁর কাছে ক্ষমতা হস্তান্তর করেন। সকালে ফরাসি প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্রাসাদে বিদায়ী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সঙ্গে এক বৈঠকে বসেন এমানুয়েল ম্যাক্রোঁ।
একটি বার্তা সংস্থা জানিয়েছে, ওই বৈঠকে পারমাণবিক অস্ত্র পরিচালনার গোপন কোড হস্তান্তরসহ বেশ কিছু বিষয়ে দুজনের মধ্যে আলোচনা হয়। ধারণা করা হচ্ছে আজ (সোমবার) ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেয়া হবে এবং আগামীকাল (মঙ্গলবার) দেশটির নতুন সরকার গঠন করা হবে। প্রেসিডেন্ট ম্যাক্রোঁর একটি ঘনিষ্ঠ সূত্র গতকাল একথা জানায়। ৩৯ বছর বয়সী ম্যাক্রোঁ মূলধারার রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের পরাজিত করে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হন। নেপোলিয়ন বোনাপার্টের পর ম্যাক্রোঁই হলেন দেশটির সবচেয়ে তরুণ নেতা। সূত্র : এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।