পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুর্নীতির প্রধান কারণ হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্বলতা। ২০১৬ সালের এপ্রিল মাসেই হাওরের ছোট্ট একটি সংবাদের ভিত্তিতে পানি সম্পদ মন্ত্রণালয়ে আমরা প্রতিবেদন চেয়েছিলাম। সেই প্রতিবেদন পেতে আমাদের দশ মাস সময় লেগেছে।এক্ষেত্রে পর্যবেক্ষণ পদ্ধতি কাজ করেনি। পর্যবেক্ষণ ব্যবস্থা এমনভাবে করা উচিত যাতে সময়াবদ্ধ সময়ে কাজ না করলে শাস্তি নিশ্চিত করা যায়। গতকাল রোববার বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে দুর্নীতি ও অনুসন্ধানী সাংবাদিকতা শীর্ষক সেমিনারে দুদক চেয়ারম্যান এসব কথা বলেন।
কমিশন বিভিন্ন উৎস থেকে দুর্নীতির হাজারো অভিযোগ পায়। এসকল অভিযোগের প্রায় ৯০ থেকে ৯৫ ভাগই কমিশন আইনের তফসিল বহির্ভূত অথবা প্রয়োজনীয় তথ্য-উপাত্তবিহীন। তাই দুর্নীতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন, দুর্নীতি প্রতিরোধে খুবই কার্যকর ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, সাংবাদিকদের দীপ্ত পদচারণায় ুর্নীতিপরায়নরা সবসময় ভীত থাকে। দুর্নীতিপরায়নরা নৈতিকভাবে দুর্বল। তাই সাংবাদিকদের নৈতিক মূল্যবোধ যত উন্নত হবে দুর্নীতিপরায়নরা ততই অবনমিত হবে। দুদক চেয়ারম্যান আরো বলেন, প্রতিটি প্রতিষ্ঠান যদি সুশাসনের লক্ষ্যে চাপসৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে কাজ করে তাহলে অবশ্যই দেশের দুর্নীতি সহনীয় পর্যায়ে নেমে আসবে।
দুর্নীতি দমন কমিশনের কার্যক্রমে যদি কোনো ত্রæটি থাকে, তাহলে সাংবাদিকরা নিঃসংকোচে লিখতে পারবেন। দুর্নীতি দমন কমিশন কোনো মরুদ্যান নয়।
প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দীন আহমেদের সভাপতিত্বের সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।