পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
রাজশাহী ব্যুরো : রাজশাহী র্যাব-৫ এর বিশেষ দল রোববার ভোররাত ৪টার দিকে বাঘা উপজেলার গোকুলপুর গ্রামে অভিযান চালিয়ে অস্ত্রসহ এক ব্যবসায়ীকে আটক করেছে। আটক অস্ত্র ব্যবসায়ীর নাম জিয়ারুল ইসলাম ওরফে কালু (৩৪)।
সে উপজেলার পাকুরিয়া গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে। কালুর কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি রিভলবার, দুটি ম্যাগজিন ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সকালে র্যাব সূত্র জানায়, রোববার ভোররাতে অস্ত্র কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর কোম্পানী কমান্ডার এএম আশরাফুল ইসলাম ফোর্স নিয়ে বাঘার গোকুলপুরে অভিযান চালান। এ সময় অস্ত্রসহ ব্যবসায়ী কালুকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক কালু অস্ত্র ব্যবসায়ে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে বাঘা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।