পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : রাজধানীর বনানীর আবাসিক হোটেল রেইনট্রির সিকিউরিটি গার্ড ও শেফদের মারধর করেছে ঢাকা মহানগর পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের (ভিকটিম সাপোর্ট সেন্টার) পুলিশের একটি দল। হোটেলটির সিকিউরিটি গার্ডরা এ অভিযোগ করেছেন। গতকাল রাত সাড়ে ৯টার দিকে হোটেলটিতে প্রবেশের সময় সিকিউরিটি গার্ডরা চেকিংয়ের জন্য ব্যাগ রাখতে বললে তাদের উপর চড়াও হয় ডিবি পুলিশের তিন নারী সদস্যদের বডি গার্ডরা। এ সময় চার সিকিউরিটি গার্ড এবং দুই শেফকে মারধর করে। একই সঙ্গে হোটেলের পূর্বের এবং মারধরের ভিডিও ফুটেজ নিয়ে গেছে পুলিশের ওই দলটি। এছাড়া তারা যা যা বলবে তাই বলার জন্যও হোটেল কর্মকর্তাদের চাপ দেয়া হয়। তবে অনেক রাত হওয়ায় এ ঘটনায় হোটেল কর্তৃপক্ষ কিছুই বলতে রাজি হয়নি। তারা আজ (সোমবার) এ বিষয়ে গণমাধ্যমকে জানাবে বলে মিডিয়া কর্মীদেরকে জানিয়েছে। শনিবার রাত ১১টার দিকে হোটেলের এক সিকিউরিটি গার্ড এই প্রতিবেদককে জানান, আমরা গরিব। কাজ করে খাই। পুলিশ আমাদেরকে কেন মারলো জানিনা। তাদের ক্ষমতা আছে, তাই মেরেছে। আমরাও মার খেয়েছি।
পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারের প্রতিনিধি দলের আগে গত শুক্রবার সকালে হোটেল পরিদর্শন করেন মানবাধিকার কমিশন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। তাদের হোটেল পরিদর্শনের পর হোটেল কর্তৃপক্ষ ওই দিনই সাংবাদিকদের এ বিষয়ে বিফ্রিং করেন।###
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।