Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইভিএম বিষয়টি নির্বাচন কমিশনের আবার সামনে নিয়ে আসা দুরভিসন্ধিমূলক -রিজভী আহমেদ

| প্রকাশের সময় : ১৩ মে, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সরকারের জনপ্রিয়তা ‘শুন্যের কোঠায় নেমেছে’ বলে আগামী নির্বাচনে কারচুপির দুরভিসন্ধি থেকে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করতে চায় বলে সন্দেহ করছে বিএনপি। ইভিএম নিয়ে বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যের প্রতিক্রিয়ায় গতকাল শুক্রবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই সন্দেহের কথা প্রকাশ করেন। তিনি বলেন, দুই দিন আগে প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা ও প্রধানমন্ত্রীতনয় বলেছেন যে, আগামী সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে। গতকাল (বৃহস্পতিবার) সিইসির  বক্তব্য সেটিরই প্রতিধ্বনি মনে হয়েছে।
তিনি বলেন, নির্বাচন কমিশনের বক্তব্য সরকারের ইচ্ছাপূরণেরই প্রতিফলন। আমরা মনে করি, ইভিএম বিষয়টি নির্বাচন কমিশনের আবার সামনে নিয়ে আসা দুরভিসন্ধিমূলক।
ইভিএম পদ্ধতিকে ‘ক্রটিপূর্ণ’ হিসেবে বর্ণনা করে রুহুল রিজভী বলেন, সরকারের জনপ্রিয়তা এখন শুন্যের কোঠায় নেমে গেছে। সেজন্যই প্রধানমন্ত্রীর উপদেষ্টা ভোট কারচুপির জন্য বিষয়টি সামনে নিয়ে এসেছেন কি না- এটা এখন মানুষের মধ্যে বড় ধরণের প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে।
যুক্তরাষ্ট্র, জামার্নি ও ভারতে ইভিএম নিয়ে বির্তক হওয়ায় তার ব্যবহার বন্ধ করে দেয়া হয়েছে বা আংশিক রাখা হয়েছে বলে দাবি করে রিজভী বলেন, পত্রিকায় দেখলাম, ভারতের কোনো রাজ্যের উপ-নির্বাচনে ইভিএম ব্যবহার হচ্ছিল, সেখানে এমপিরা তীব্র প্রতিবাদ জানিয়েছেন। গত কয়েকদিন আগে ভারতে কীভাবে ইভিএম পদ্ধতিতে ভোট কারসাজির ঘটনা ঘটেছে সেটির ছবিসহ প্রকাশ করেছে।
তিনি বলেন, জার্মান আদালত ২০০৯ সালে এক রায়ে বলেছে, ইভিএম সহজে টেম্পারিং করা সম্ভব, এতে ভোট পুনঃগণনার সুযোগ নেই। তাই জার্মান আদালত ওই মেশিনের ব্যবহার নিষিদ্ধ করেছে।
ঢাকায় দুই ছাত্রী ধর্ষণের মামলার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ক্ষমতাসীন গোষ্ঠী ও প্রভাবশালী ব্যক্তিদের উচ্ছৃঙ্খল সন্তানরা এখন বেপরোয়া হয়ে নারীর প্রতি সহিংস হয়ে উঠেছে। আইন প্রয়োগকারী সংস্থার ওপর চাপ প্রয়োগ করে এরা নারকীয় তান্ডবলীলা চালিয়ে আইনের কাছে অধরাই থেকে যাচ্ছে।তিনি বলেন, স¤প্রতি ঝিনাইদহের দুজন নারী শ্রমিক ঢাকায় কাজের খোঁজে আসার পথে তাদের শ্লীলতাহানিসহ এরকম অসংখ্য ঘটনা দেশবাসীকে গভীর উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে নিপতিত করেছে। গত ৫ মে ঝিনাইদহের কোটচাঁদপুর রেল স্টেশনে দুই নারীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে করা মামলায় উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহীন শেখসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রিজভী বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতি বিদ্যমান বলেই অনাচারের বিষাক্ত ডালপালা সারা  দেশে ছড়িয়ে গেছে। এই সংস্কৃতি পশু ও মানুষের মৌলিক পার্থক্য ঘুচিয়ে দিয়েছে।
চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার ক্ষমতাসীন দলের সিন্ডিকেটের নিয়ন্ত্রণে রয়েছে বলে অভিযোগ করে বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, গত এক সাপ্তাহে লাফিয়ে লাফিয়ে দ্বিগুণ হয়ে গেছে। সরকারের বাণিজ্যমন্ত্রী গালভরা বুলি আওড়িয়ে ছিলেন রমজানে কোনো পণ্যের দামই বাড়বে না। উনার বক্তব্যে যে বাচালতা তা প্রমাণ হয়েছে। বরং ক্ষুধা নিয়ে মানুষের দারিদ্র্যকে নিয়ে, মানুষকে কষ্ট দিয়ে, মানুষের সঙ্গে রসিকতা করেছেন বাণিজ্যমন্ত্রী। জনগণের পকেট কাটার জন্য রমজান মাসে বাজার নিয়ন্ত্রণ না করে সরকার তাদের সিন্ডিকেটকে সহায়তা করছে। নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের মূল্যবৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে বাজার নিয়ন্ত্রণে আনতে শিগগিরই সরকারের তরফে জোর পদক্ষেপ নেয়ারি আহŸান জানান তিনি।
দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, আসাদুল করীম শাহিন, বাবুল আহমেদ, মুনির  হাসেন ও জাহেদুল কবির জাহিদসহ অন্যরা এসময় উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ