পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা : ছাতকে ইসলামী ব্যাংকের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় ব্যাংকের চলতি সেবা মাস (মে মাস) উপলক্ষে শরীয়াহ ভিত্তিক বিনিয়োগ, মর্গেজ নিয়ে বিনিয়োগের নিয়ম-নীতি, ব্যবসায় ব্যাংকিং সহযোগীতা, পরামর্শ, লেনদেন ও বিনিয়োগ গ্রহণকালীন শরীয়তের আদেশ-নিষেধ, ব্যাংকিং ব্যবস্থা সহজতর, প্রশাসন ও গ্রাহকদের মধ্যে দূরত্ব কমিয়ে সুসম্পর্ক স্থাপন ও তাদের সূযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়। সভায় শরীয়াহ ভিত্তিক বিনিয়োগ ছাড়াও ব্যাংকের সেবা কার্যক্রমের উপর বিভিন্ন প্রশ্নের জবাব দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন শাখা প্রধান ও এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) মোহাম্মদ দুলাল হোসেন। সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্প অফিসার সাইদুল ইসলাম। সিনিয়র অফিসার (বিনিয়োগ প্রধান) তাজুল ইসলাম পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, ছাতক পাথর ব্যবসায়ি সমিতির সধারণ সম্পাদক আব্দুল হাই আজাদ, ব্যবসায়ি মেরাজ উদ্দিন, হাজি সুজন মিয়া, আবদুল মতিন, বদরুল আলম, হাজি আলী আজগর সোহাগ, নাজমুল ইসলাম, ফারুক মিয়া, মনা মিয়া, ছাতক প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এএফএম ফারুক-চান মিয়া প্রমুখ। এ সময় ব্যবসায়ীরা চলতি বাজার মূল্যের সাথে সঙ্গতি রেখে পুরনো গ্রাহকদের প্রক্রিয়া মোতাবেক বিনিয়োগ বৃদ্ধিকরণ ও বিনিয়োগ সহজতরসহ বিনিয়োগকৃত অর্থের লভ্যাংশ সিঙ্গেল ডিজিটে নিয়ে আসার দাবি করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।