পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুর শহরের বাইপাস সড়কের পিয়ারপুর এলাকায় দু’দল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধে দু’জন নিহত হয়েছে। সোমবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। ফরিদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, ওই এলাকায় রাতে আদিপত্ত বিস্তারকে কেন্দ্র করে দু’দল ডাকাত বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশের একটিদল সেখানে পৌছে। এসময় ডাকাতরা পালিয়ে গেলে ওই দু’জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। তিনি জানান, নিহতদের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন পাভেল (২০) ও সবুজ(২০) তাদের দুজনের বাড়ী ফরিদপুর শহরে বলে প্রাথমিক ভাবে জানাগেছে। তিনি জানান, এসময় নিহতদের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইমাজেন্সি মেডিকেল অফিসার ডাঃ ফরিদউদ্দিন জানান, ভোররাতের দিকে এস আই অসিম মন্ডল মৃত অবস্থায় দুজনের লাশ নিয়ে আসে। তিনি জানান, তাদের মাথায় গুলি লেগে তারা মারা গেছেন। এখন লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।