পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজশাহী ব্যুরো : মহানগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ জন শিবির কর্মীসহ ৩২ জন আটক ও মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে। শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। নগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, মহানগরীর ৪টি থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা ১০ জন, রাজপাড়া থানা ৭ জন, মতিহার থানা ১১ জন, শাহমখদুম থানা ৩ জন, ডিবি পুলিশ ১ জনকে আটক করে। যার মধ্যে ১৬ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৬ জনকে মাদকদ্রব্যসহ, ১ জন রাজনৈতিক ও অন্যান্য অপরাধে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বোয়ালিয়া থানা পুলিশ মুন্না (২৯) কে ১৫ পিচ ইয়াবাসহ, লিটনকে ১ গ্রাম হেরোইনসহ, ও বগুড়াঁ জেলার চরধরমপুর এলাকার সাইরূল ইসলামের ছেলে রবিউল ইসলাম রবিউল(২২) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার চরধরমপুর (মিস্ত্রিপাড়া) এলাকার গাহনীর ছেলে আতিকুল ইসলাম আতিকুল(২২)কে শিরোইল বাসটার্মিনাল এলাকা হতে ৮০বোতল ফেন্সিডিলসহ আটক করে।
রাজপাড়া থানা পুলিশ মিনহাজুল ইসলাম ছবি (২৮) কে ২৬ গ্রাম হেরোইন ও ৫৫ পিচ ইয়াবাসহ, ডিবি পুলিশ শহিদুল ইসলাম রবিউল(২৮) কে ২০০ গ্রাম গাঁজাসহ, এছাড়াও মতিহার থানা পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে সাইফুল ইসলাম(২৪) নামে শিবির কর্মীকে আটক করে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। #
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।