পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্পোর্টস রিপোর্টার : এএফসি কাপের ‘ই’ গ্রæপে টানা তিন হারে অনেকটাই বিপর্যস্ত ছিলো ঢাকা আবাহনী লিমিটেড। অবশেষে ঘরের মাঠে জয় আসলো। বুধবার চতুর্থ ম্যাচে টুর্নামেন্টের বর্তমান রানার্সআপ ভারতের ব্যাঙ্গালুরু এফসি’কে ২-০ গোলে হারিয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো আবাহনী শিবির। অ্যাওয়ে ম্যাচে যে দলটির কাছে হারতে হয়েছিলো, দেশের মাটিতে তাদেরকে একই ব্যবধানে হারিয়ে প্রতিশোধ নিলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। দলের এমন জয়ে উচ্ছসিত আবাহনীর দুই গোলদাতা স’াদ উদ্দিন ও রুবেল মিয়া। ক্লাব কর্মকর্তারাও বেজায় খুশি। তাই ফুটবলারদের পারফরমেন্সে খুশি হয়ে পুরো দলকে একদিনের ছুটি দিয়েছে ঢাকা আবাহনী কর্তৃপক্ষ।
ম্যাচে আবাহনীকে লিড এনে দিতে পেরে দারুণ খুশী তরুণ ফরোয়ার্ড সা’দ উদ্দিন। তিনি বলেন, ‘যখন গোল করেছি তখন কতটা যে আনন্দ পেয়েছিলাম তা বলে বুঝানো যাবে না। দল জয় পাওয়ায় আজ (কাল) আমরা ছুটি পেয়েছি। আমি সকালেই সিলেট চলে আসি। বাবা-মা আমাকে জড়িয়ে ধরে অনেক আদর করলেন। বন্ধুরাও আমাকে শুভাশিষ জানাচ্ছে। এই একটি ম্যাচই আমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হয়ে গেলো।’ তিনি আরো বলেন, ‘এদেশের ফুটবলকে আমি অনেক কিছুই দিতে চাই। তাই খেলা ছেড়ে কারো মতো বিদেশ চলে যেতে চাই না। আমি ফুটবল খেলেই আরো বড় হতে চাই।’
আর উচ্ছসিত দ্বিতীয় গোলদাতা রুবেল মিয়া বলেন,‘আমার বাড়ি গোবিন্ধগঞ্জে। এখানকার সবাই খেলাটি দেখেছেন। ম্যাচ শেষে বাবা-মা আমাকে ফোন দিয়েছিলেন। তারা সহ গ্রামের সবাই অনেক খুশি আমার সাফল্যে। সবাই আমাকে বলে, তুমি তো ডেভিড বেকহ্যামের মতো গোল করেছো। এভাবে খেললে আরো অনেক দূর যেতে পারবে।’ তিনি যোগ করেন, ‘এখন বাংলাদেশের ফুটবলের অবস্থা খুব খারাপ। আন্তর্জাতিক অঙ্গণে জাতীয় দল সহ বিভিন্ন ক্লাব হারতে হারতে ক্লান্ত। একটি জয় প্রয়োজন ছিলো। আমরা তা অর্জন করায় অনেকদিন পর দেশের ফুটবল সমর্থকদের মুখে হাসি ফুটেছে। তাই খুব ভালো লাগছে। ছুটি পেলেও আমি ঢাকাতেই রয়েছি।’
কেউ বাড়িতে গেলেও কেউ বা আবার ঢাকায় থাকা আত্মীয় স্বজনের বাসায় আনন্দ-ঘন পরিবেশে সময় কাটিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।