পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দুটোই কমেছে। পাসের হার ৮৩ দশমিক ৯৯ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৯০ দশমিক ৪৫ শতাংশ। এবার পাসের হার ৬ দশমিক ৪৬ শতাংশ হ্রাস পেয়েছে। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৮ হাজার ৩৪৪। গতবার এ সংখ্যা ছিল ৮ হাজার ৫০২। চট্টগ্রাম বোর্ডে এবার ছেলের তুলনায় মেয়েরা ভাল ফল করেছে। ছাত্র পাসের হার ৮৩ দশমিক ৯৮ শতাংশ। ছাত্রী পাসের হার ৮৪ শতাংশ।
গতকাল (বৃহস্পতিবার) দুপুরে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কনফারেন্স হলে ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান। তিনি বলেন, এবারের পরীক্ষায় দুইটি বিষয় বাড়লেও ফলাফলে প্রভাব পড়েনি। তবে ইংরেজি ও গণিতে খারাপ হওয়ায় ফলাফলে প্রভাব পড়েছে। কারণ পাসের হার নিয়ন্ত্রণ করে ইংরেজি ও গণিত। তাছাড়া প্রশ্নপত্রেরও পরিবর্তন হয়েছে। মহানগরের ফল ভাল হলেও মফস্বলের ফল খারাপ হয়েছে। তুলানামূলকভাবে জেলায় গণিত ও ইংরেজির দক্ষ শিক্ষক না থাকায় ফলাফল খারাপ হয়েছে। এছাড়া পাবর্ত্য অঞ্চলে ফল তুলনামূলকভাবে খারাপ হওয়ায় ফলাফলে প্রভাব পড়েছে।
চট্টগ্রাম বোর্ডে ১ লাখ ১৭ হাজার ৮৯৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৯৯ হাজার ২২ জন পাস করেছে। গতবার ১ লাখ ১৩ হাজার ৭০ জন পরীক্ষা দিয়ে পাস করেছিল ১ লাখ ২ হাজার ২৬৪ জন। এবার বিজ্ঞান বিভাগ থেকে ৯২ দশমিক ০৭ শতাংশ, মানবিকে ৭৩ দশমিক ৩৬ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৮৬ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এবছর বিজ্ঞান বিভাগে ৭ হাজার ৪৩৩ জন, মানবিকে ৪৩ জন এবং ব্যবসায় শিক্ষায় ৮৬৮ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
জিপিএ-৫ পাওয়া ১০ স্কুল
চট্টগ্রাম শিক্ষাবোর্ডে বরাবরের মতো কলেজিয়েট স্কুল থেকে সবচেয়ে বেশি- ৪২৪ জন জিপিএ-৫ পেয়েছে। এরপরই আছে সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়; ৩৫৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে এ স্কুল থেকে। এছাড়া ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২৮৪ জন, বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়ের (বাওয়া) ২৮০ জন, নাসিরাবাদ (বালক) সরকারি উচ্চ বিদ্যালয়ের ২২২ জন, নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের ১৯৬ জন, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৯৫ জন, চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৯৩ জন, বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৬৪ জন ও কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৩৪ জন জিপিএ-৫ পেয়েছে।
এবছর চট্টগ্রাম বোর্ডে ৫৬টি স্কুলের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। ফটিকছড়ি উপজেলার নারায়ন হাট গার্লস হাই স্কুল থেকে এবার নয়জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিয়েছিল। তাদের একজনও পাস করেনি। গতবার এ স্কুল থেকে একজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে একজনই পাস করেছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।