পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণার দিনে ৩৫টি প্রতিষ্ঠানের ফল প্রকাশ করেনি কারিগরি শিক্ষা বোর্ড। ফল প্রস্তুত না হওয়ায় এসব প্রতিষ্ঠানের ফল প্রকাশ করা হয়নি বলে বোর্ড সূত্রে জানা যায়। এসব শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় এক হাজার ৩০০ শিক্ষার্থীর ফল গতকাল প্রকাশিত হয়নি। কারিগরি শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব অবহেলার কারণে ৩৫ প্রতিষ্ঠানের ফল প্রকাশ সম্ভব হয়নি। এসব শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কারিগরি বোর্ডের দায়িত্বশীলরা। আর ৩৫ শিক্ষা প্রতিষ্ঠানের ফল যোগ না হওয়ার কারণে এ বোর্ডে এবার পাশের হার কমে গিয়েছে বলেও জানিয়েছেন তারা। ৩৫ শিক্ষা প্রতিষ্ঠানের ফল না হওয়ার বিষয়ে জানতে চাইলে কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী সুশীল কুমার পাল বলেন, ‘৩৫টি প্রতিষ্ঠান গাফিলতি করেছে। তাদের দায়িত্বে অবহেলার কারণে ওই প্রতিষ্ঠানগুলোর ফল আসেনি। প্রতিটি প্রতিষ্ঠানকে ফল পাঠাতে আমরা তিনবার সতর্ক করে নোটিশ দিয়েছিলাম। তবুও তারা অবহেলা করেছে। যেসব কেন্দ্রে এ ধরনের গাফিলতি হয়েছে, সেসব কেন্দ্র আমরা বাতিল করে দেবো। এ বিষয়ে জানার জন্য কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।