Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশসেরা রাজশাহী শিক্ষাবোর্ড : পাশের হার ৯০.৭০

| প্রকাশের সময় : ৫ মে, ২০১৭, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো: এবার এসএসসি পরীক্ষায় সকল বোর্ডকে ছাড়িয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৯০ দশমিক ৭০। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ৩৪৯ জন পরীক্ষার্থী। গতকাল দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ডের সভা কক্ষে সংবাদ সম্মেলনে রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব আনোয়ারুল প্রামাণিক এ ফলাফল জানান। রাজশাহী শিক্ষা বোর্ডে ২৩২ কেন্দ্রের ২ হাজার ৬৩২ টি স্কুলের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। মোট পরীক্ষাথী ছিল ১লাখ ৬৬ হাজার ৯৩৮ জন। এর মধ্যে ছেলে ৮৬ হাজার ৭১৯ জন ও মেয়ে ৮০ হাজার ২১৯ জন। এবছর ছাত্রীর পাসের হার ৯১ দশমিক ৪৪ ও ছাত্রের পাসের হার ৯০ দশমিক ১। পরীক্ষায় ছাত্রী জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ২৪৭ জন। ও ছাত্র জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৭৫ জন। এর মধ্যে ছাত্রীর চেয়ে ছাত্রের জিপিএ-৫ এর হার বেশি। বিজ্ঞান বিভাগ থেকে পাস করেছে ৯৫ দশমিক ৬৭ জন শিক্ষার্থী। মানবিক বিভাগ থেকে ৮৬ দশমিক ২৯ জন শিক্ষার্থী। আর ব্যবসা বিভাগ থেকে ৯১ দশমিক ৩২ জন শিক্ষার্থী।
এদিকে বিজ্ঞান থেকে জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ৫৬২ জন, মানবিক বিভাগ থেকে ৪১৯ জন ও ব্যবসা বিভাগ থেকে ২৫৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। পরীক্ষায় নকলের অভিযোগে ১৩ জনকে বহিস্কার করা হয়। প্রতিবন্দী পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৭জন। পাশ করেছে ১৪জন। কারাগার থেকে তিনজন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে একজন। একশো ভাগ পাশ করার বিদ্যালয়ের সংখ্যা ৪২৯টি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ