Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশাল বোর্ডে সা¤প্রতিককালের সর্বনিম্ন পাসের হার

| প্রকাশের সময় : ৫ মে, ২০১৭, ১২:০০ এএম

নাছিম উল আলম : সা¤প্রতিককালের সর্বনিম্ন পাশের হার নিয়ে বরিশাল শিক্ষা বোর্ডের এবারের মাধ্যমিকের ফলাফল গতকাল প্রকাশিত হয়েছে। গত প্রায় এক দশকের মধ্যে এবার বরিশাল শিক্ষা বোর্ডে সর্বাধীক ছাত্রÑছাত্রী মাধ্যমিক পরিক্ষায় অংশগ্রহণ করলেও পাশের হার সর্বনিম্ন সংখ্যক হওয়ায় হতাশ অভিভাবক মহল থেকে সকলেই। এবারের মাধ্যমিকে বরিশাল বোর্ডে পাশের হার শতকরা ৭৭ দশমিক ২৪ভাগ। জিপিএ-৫ প্রাপ্তি মাত্র ২হাজার ২৮৮ ছাত্রÑছাত্রী। যা মোট পরীক্ষার্থীর শতকরা মাত্র ২ দশমিক ৪৪ভাগ। এরমধ্যে বিজ্ঞান বিভাগ থেকেই ২হাজার ১১৭ছাত্রÑছাত্রী জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। মানবিক বিভাগের ৪০হাজার পরীক্ষার্থীর মধ্যে মাত্র ৯৪জন ও বিজনেস স্টডিজের ৩০হাজার ২২৫ছাত্রছাত্রীর মধ্যে ৭৭জন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ সহ সার্বিক ফলাফলে এবারো ছেলেদের চেয়ে মেয়েরা যথেষ্ঠ এগিয়ে। শূণ্য পাশের তালিকায় বরিশাল ও ভেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এবারো মানবিক ও ব্যাবসা শিক্ষার চেয়ে বিজ্ঞান বিভাগে পাশের হার যথেষ্ঠ বেশী।
সা¤প্রতিক ফলাফল বিশ্লেষনে দেখা যায়, গতবছর মাধ্যমিক পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে গড় পাশের হার ছিল ৭৯ দশমিক ৪১। জিপিএ-৫ নিয়ে পাশের সংখ্যা ছিল ৩ হাজার ১১৩। ২০১৫ সালে পাশের হার ছিল ৮৪ দশমিক ৩৭% এবং জিপিএ-৫ ছিল ৩হাজার ১৭১। ২০১৪ সালে বরিশাল বোর্ডে মাধ্যমিকে পাশের হার ছিল ৯০ দশমিক ৬৬। জিপিএ-৫ নিয়ে পাশ করে ৪ হাজার ৭৬২ ছাত্রÑছাত্রী। ২০১৩ সালে পাশের হার ছিল ৮৮ দশমিক ৬৩ এবং জিপিএ-৫ নিয়ে পাশের সংখ্যা ছিল ৩ হাজার ৫১৪। আর ২০১২ সালে বরিশাল শিক্ষা বোর্ডের মাধ্যমিকের গড় পাশের হার ছিল ৮৬ দশমিক ৬৭%। জিপিএ-৫ নিয়ে উত্তীর্ণ ছাত্রÑছাত্রীর সংখ্যা ছিল ২হাজার ৭৩০।
এবারের মাধ্যমিক পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাশের হার ৭৭ দশমিক ২৪% হলেও এর মধ্যে ছাত্রদের পাশের হার ৭৪ দশমিক ৭৩% এবং ছাত্রীদের ৭৯ দশমিক ৮২%। বরিশাল শিক্ষা বোর্ডে এবারের মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগে গড় পাশের হার ৯১% হলেও ছাত্রীদের পাশর হার ৯২ দশমিক ৭৭% ও ছাত্র ৮৯ দশমিক ৫৪%। মানবিক বিভাগে গড় পাশের হার মাত্র ৬৯ দশমিক ০১%। যার মধ্যে ছাত্রী ৭২দশমিক ২৫% ও ছাত্র মাত্র ৬৪দশমিক ২৪%। অপরদিকে ব্যবসায় শিক্ষায় গড় পাশের হার ৭৭দশমিক ৪৩% হলেও ছাত্রীদের উত্তীর্ণের হার ৮৩দশমিক ৩৪% ও ছাত্র ৭৩দশমিক ৬০%।
দক্ষিনাঞ্চলের ৬টি জেলার এক হাজার ৪১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯৩হাজার ৬৭৬ছাত্রÑছাত্রী ১৪৮টি কেন্দ্রে এবারের মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৪৭হাজার ৩৬১ছাত্র ও ৪৬হাজার ৩১৫ছাত্রী। পরীক্ষার্থীর সংখ্যা প্রায় এক হাজার কম হলেও সব বিভাগে ছাত্রীরাই প্রাধান্য বিস্তার করেছে। বরিশাল বোর্ডের ৬টি জেলার মধ্যে পাশের হারে ঝালকাঠী জেলা শীর্ষে উঠে এসেছে এবার। পাশের হার ৮২দশমিক ৭৮%। দ্বিতীয়স্থানে রয়েছে বরিশাল। পাশের হার ৮০ দশমিক ১৪%। পিরোজপুরের অবস্থান তৃতীয়, পাশের হার ৭৮দশমিক ৫৯%। ৭৫দশমিক ৯৪%পাশ করে পটুয়াখালীর অবস্থান ৪র্থ। পঞ্চম অবস্থানে রয়েছে বরগুনা জেলা। পাশের হার ৭২দশমিক ২১%। আর ৬টি জেলার মধ্যে সর্বনিম্ন অবস্থানে রয়েছে ভোলা, পাশের হার ৭০দশমিক ৫৮%।
গতকাল প্রকাশিত বরিশাল শিক্ষা বোর্ডের মাধ্যমিক পরিক্ষার ফলাফলে জিপিএ ৪<৫ গ্রেড নিয়ে পাশের হার ছিল ২৪দশমিক ৫০%। জিপিএ ৩.৫<৪ গ্রেডে পাশের হার ২১ দশমিক ১৭%। জিপিএ ৩<৩.৫নিয়ে পাশের হার ১৮দশমিক ৩৫%। জিপিএ ২<৩ গ্রেডে পাশের হার ১০দশমিক ৪৯%। আর ১<২গ্রেড প্রাপ্ত ছাত্রÑছাত্রীর সংখ্যা ০.২৯%।
এবারের মাধ্যমিকের ফলাফল স¤প্রতিককালের সর্বনিম্ন পর্যায়ে থাকার পেছনে কিছু কিছু শিক্ষক নতুন দুটি বিষয়কে যূক্ত করার কথা বললেও একাধীক দায়িত্বশীল মহল জানিয়েছেন ভিন্ন কথা। নাম প্রকাশ না করার শর্তে তারা এজন্য ছাত্রÑছাত্রীদের পড়াশোনার প্রতি অমনোযোগীতাকে দায়ী করেছেন। তাদের মতে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লেখাপড়ার মান যেমনি দিন দিন অবনতিশীল, তেমনি কোচিং বানিজ্যের নামে শুধুমাত্র মুখস্থ বিদ্যার ওপর নির্ভরশীল ছাত্রÑছাত্রীরা পরিক্ষার হলে গিয়ে অনেকেইে সঠিক উত্তর লিখতে পারছেনা। পাশাপাশি সা¤প্রতিককালে বরিশাল মহানগরী সহ দক্ষিনাঞ্চলের প্রায় সর্বত্রই ছাত্রÑছাত্রীদের মোবাইল ফোন আর ইন্টারনেট নিয়ে অধিক সময় ব্যায় করায় লেখাপড়া তাদের কাছে গৌন হয়ে গেছে বলে মন্তব্য করেছেন অনেক বিজ্ঞজন। ফলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরেও পড়াশোনার মান ক্রমশ অবনতিশীল বলেও মনে করনে একাধীক মহল।
গতকাল দুপুরে সব শিক্ষা প্রতিষ্ঠানের তরফ থেকে এসএসসি পরিক্ষার ফল প্রকাশর পরে প্রতিষ্ঠানগুলোর ভেতরে যেমনি আনন্দের বণ্যা বইয়েছে, তেমনি অনেক ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের চাঁপা আর্তনাদেও পরিবেশ ভারাক্রান্ত হয়েছে। দুপুরের পর পরই বেশীরভাগ মিষ্টির দোকান খালি হয়ে গিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ