Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফায়ার সার্ভিসের কর্মীরা জীবনবাজি রেখে কাজ করেন-ব্রি. জে. আলী আহাম্মেদ খান

| প্রকাশের সময় : ৫ মে, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার ঃ ফায়ার সার্ভিসের কর্মীরা জবীন বাজি রেখে কাজ করেন। দায়িত্ব পালন করতে গিয়ে অনেকেই জীবন দিয়েছেন, আহত হয়েছেন। তারপরেও তাঁরা তাদের দায়িত্ব পালনে আন্তরিক।
গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিরপুর-১০ নম্বরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ট্রেনিং সেন্টারে আন্তর্জাতিক ফায়ার ফাইটার্স ডে-২০১৭ উপলক্ষে এক অনুষ্ঠানে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান এ কথা বলেছেন।।
তিনি বলেন, ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করতে গিয়ে ১০ জন ফায়ার ফাইটার নিহত হয়েছেন। এ ছাড়া এই সময়কালের মধ্যে ১৯ জন ফায়ার ফাইটার আহত হয়েছেন ।
আলী আহাম্মেদ খান বলেন, ‘ফায়ার ফাইটাররা যে কোনো দুর্ঘটনা ও দুর্যোগে কাজ করার জন্য সর্বদা প্রস্তত আছেন। ফায়ার ফাইটাররা নিজের জীবন বাজি রেখে প্রতিনিয়ত জীবন ও সম্পদ রক্ষা করে যাচ্ছেন। অন্য যে কোনো সময়ের চেয়ে বর্তমানে ফায়ার ফাইটারের সদস্যরা তাদের সক্ষমতা অর্জন করেছেন।
তিনি আরও বলেছেন, সব সদস্যের জন্য ফায়ার ইউনিফর্মের বিষয়টি কর্তৃপক্ষের আলোচনায় আছে। এটা এখন সময়ের দাবি। এ ছাড়াও ফায়ার ফাইটারদের অন্যান্য দাবি নিয়ে সরকারের যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও প্রশিক্ষণ) লে. কর্নেল মোহাম্মদ মোশাররফ হুসেনের সভাপতিত্তে¡ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদিপ রঞ্জন চক্রবর্তী, যুগ্ম-সচিব আবু নুর মোহাম্মদ বজলুর রহমান, আতাউল হক, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অর্থ ও প্রশাসন) হারুনুজ্জামান, ইউএনডিপির ডিপুটি কান্ট্রি ডিরেক্টর খোরশেদ আলম, আন্তর্জাতিক সংস্থা আইএলও’র ফায়ার এক্সপার্ট মরিসবøুক্স, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষ মোজাম্মেল হক, সহকারী পরিচালক সুভাস চন্দ্র দেবনাথ, উপ-সহকারী পরিচালক আনোয়ার হোসেন, সদস্য মো. শামিম ভূইয়া, রমিজ উদ্দিন, মকবুল হোসেন প্রমুখ।
১৯৯৮ সালে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় একটি বুশ ফায়ার ফাইটিংয়ে ৫ জন ফায়ার ফাইটার নিহত হন। তাদের আত্মত্যাগের স্মরণে প্রতিবছর ৪ মে আন্তর্জাতিক ফায়ার ফাইটার্স ডে পালন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ