Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদেশি বিনিয়োগ প্রস্তাবে বড় ধস

| প্রকাশের সময় : ৪ মে, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টাও : চলতি বছরের প্রথম প্রান্তিকে বিদেশি বিনিয়োগ প্রস্তাবে বড় ধসে মোট বিনিয়োগ প্রস্তাব আগের তিন মাসের তুলনায় প্রায় অর্ধেকে নেমে এসেছে। গত জানুয়ারি থেকে মার্চের হিসাব তুলে ধরে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) বলা হয়, বিডায় ২০১৭ সালের জানুয়ারি থেকে মার্চে মোট ৫১০টি শিল্প প্রতিষ্ঠান নিবন্ধিত হয়েছে। এসব প্রতিষ্ঠানের প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ প্রায় ৩৭ হাজার ২১৭ কোটি টাকা , যা আগের তিন মাসের (অক্টোবর-ডিসেম্বর ২০১৬) চেয়ে প্রায় ৩১ হাজার ৫৫০ কোটি টাকা কম।
বিগত অক্টোবর-ডিসেম্বর, ২০১৬ তিন মাসে বিডায় নিবন্ধিত ৪৮৭টি শিল্প ইউনিটের প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ছিল ৬৮ হাজার ৭০৭ কোটি টাকা। সে হিসাবে তিন মাসে আগের তিন মাসের তুলনায় বিনিয়োগ প্রস্তাব ৪৫ দশমিক ৮৮ শতাংশ কমেছে। তবে চলতি বছরের প্রথম প্রান্তিকে দেশীয় বিনিয়োগ প্রস্তাব ২৮ দশমিক ৮০ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে বিডা।
এই সময়ে সম্পূর্ণ স্থানীয় বিনিয়োগের জন্য নিবন্ধিত ৪৬৯টি শিল্প ইউনিটে প্রস্তাবিত অর্থের পরিমাণ প্রায় ২৯ হাজার ৬৮০ কোটি টাকা। ২০১৬ সালের শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) স্থানীয় বিনিয়োগের জন্য নিবন্ধিত ৪৪৪টি শিল্প ইউনিটে প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ছিল প্রায় ২৩ হাজার ৪৪ কোটি টাকা। সে অনুযায়ী স্থানীয় বিনিয়োগ প্রস্তাব বেড়েছে ২৮ দশমিক ৮০ শতাংশ।
২০১৬ সালের প্রথম প্রান্তিকের (জানুয়ারি থেকে মার্চ) তুলনায় চলতি বছরের একই সময়ে স্থানীয় বিনিয়োগ প্রস্তাব ৪ দশমিক ৮৯ শতাংশ বেড়েছে। অপরদিকে চলতি বছরের প্রথম প্রান্তিকে ২০টি শতভাগ বিদেশি ও ২১টি  যৌথ বিনিয়োগের জন্য নিবন্ধিত শিল্পে অর্থাৎ বৈদেশিক বিনিয়োগ সম্বলিত মোট ৪১টি নিবন্ধিত শিল্প ইউনিটের প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৭ হাজার ৫৩৭ কোটি টাকা। আর ২০১৬ সালের  শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) তিন মাসে বৈদেশিক বিনিয়োগ সম্বলিত মোট ৪৩টি নিবন্ধিত শিল্পের প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ছিল ৪৫ হাজার ৭২৩ কোটি টাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ