পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : ভারতীয় ঋণের আওতায় ১ হাজারের বেশি বাস-ট্রাকসহ সড়ক নির্মাণের সরঞ্জামাদি আনার প্রক্রিয়া এগিয়ে চলেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
গতকাল রাজধানীর মহাখালীর সেতু ভবনে বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রীংলার সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। মন্ত্রী এ সময় জানান, দ্বিতীয় ধাপের ঋণচুক্তির আওতায় ভারত থেকে ৬০০ বাস ও ৫০০ ট্রাকসহ কিছু সড়ক নির্মাণ সরঞ্জামাদি বাংলাদেশের পাওয়ার কথা। সেগুলোর বৈশিষ্ট্য নিয়ে কিছু আপত্তির কথা ভারতকে জানানো হয়েছে।
তিনি আরো জানান, খুব শিগগিরই এ যানবাহন আসার প্রক্রিয়া শুরু হবে। ইন্ডিয়ান হাইকমিশনার বলেছেন, টেন্ডার প্রসেসে যাচ্ছে, ট্রেন্ডার ফ্লোট হলে সেকেন্ড লাইন অব ক্রেডিটে বাস এবং ট্রাক আনার যে অন্তরায় ছিল তা দূর হয়ে যাচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের সময়ে ভারতের ৪৫০ কোটি ডলারের ঋণচুক্তিতে তিনটি সড়কের প্রকল্প রয়েছে বলে জানান তিনি। এগুলো হলো- বেনাপোল-যশোর-নড়াইল-ভাটিয়াপাড়া-ভাঙ্গা ও খাগড়াছড়ি রামগড় থেকে বাড়ইয়াহাট পর্যন্ত ফোর লেনের সড়ক নির্মাণ এবং কুমিল্লা থেকে বাহ্মণবাড়িয়া সরাইল পর্যন্ত ৮২ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করা।
পরে ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার নূর আশিকিন বিনতে মোহাম্মদ তাইবের সাথে সাক্ষাৎ করেন ওবায়দুল কাদের।
#
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।