Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশ্রয়ণ-২ এর সংশোধনীসহ একনেকে ৫ প্রকল্পের অনুমোদন

| প্রকাশের সময় : ৩ মে, ২০১৭, ১২:০০ এএম


৫১.৯৮ শতাংশ এডিপি বাস্তবায়ন
অর্থনৈতিক রিপোর্টার : আড়াই লাখ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করতে আশ্রয়ন-২ প্রকল্পের সংশোধনীসহ ৫ হাজার ৭১১ কোটি টাকা ব্যয়ে আরও চারটি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। সংশোধনীতে আশ্রায়ন-২ প্রকল্পে ৩ হাজার ৬৭১ কোটি টাকা ব্যয় বাড়ানো হয়েছে।
গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ৩ হাজার ৬৭১ কোটি টাকার ব্যয় সংযুক্ত করে আশ্রয়ন-২ প্রকল্পের সংশোধন অনুমোদন দেয়া হয়েছে। এ অর্থ দিয়ে ১ লাখ ৭০ হাজার পরিবারকে নিজ জমিতে গৃহনির্মাণ করে দেয়া হবে এবং ৪০ হাজার ভূমিহীন পরিবারকে ব্যারাকে পুনর্বাসন করা হবে। এ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৮৪০ কোটি টাকা।
পরিকল্পনা মন্ত্রী জানান, বৈঠকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (সিলেট জোন) অনুমোদন দেয়া হয়েছে।  এতে ব্যয় ধরা হয়েছে ৫৬০ কোটি ৮৩ লাখ টাকা।  আর ১১৬ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার হেতেমদী থেকে সাগরদী বাজার পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পেরও অনুমোদন দেয়া হয়।
এছাড়া বাগেরহাট চিতলমারী পাটগাতি মহাসড়ক যথাযথ মান প্রশস্ততায় উন্নয়ন প্রকল্প (ব্যয় ১১১ কোটি ৬০ লাখ টাকা) ও প্রযুক্তি সহায়তায় নারীর ক্ষমতায়ন প্রকল্পের (ব্যয় ৮১ কোটি ৯০ লাখ টাকা) অনুমোদন দেয়া হয়েছে একনেক সভায়।
মন্ত্রী বলেন, অনুমোদিত পাঁচটি প্রকল্পের ব্যয়ের পুরোটাই সরকারি অর্থায়ন থেকে করা হবে।
এদিকে এডিপি বাস্তবায়নের তথ্য জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ২০১৬-২০১৭ চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত ৫১.৯৮ শতাংশ এডিপি বাস্তবায়ন হয়েছে, যা টাকার অঙ্কে ৬২ হাজার ৪ কোটি টাকা। একই সময়ে গত বছর এডিপি বাস্তবায়িত হয়েছিল ৫০.১৭ শতাংশ, যা টাকার অঙ্কে ছিল ৪৭ হাজার ১১৫ কোটি টাকা।
এ সময় মন্ত্রী বলেন, গত বছরের তুলনায় এ বছর এডিপি বাস্তবায়নের হার ভালো। আগামী তিন মাসেও এডিপি বাস্তবায়নের হার ভালো থাকবে বলে আমরা আশা করি।
এ সময় আরো উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব তারিক-উল-ইসলাম, সাধারণ অর্থনৈতিক বিভাগের সদস্য ড. শামসুল ইসলাম প্রমুখ। #



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ