পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দশটি বিল উত্থাপন হচ্ছে
পঞ্চায়েত হাবিব : দশম জাতীয় সংসদের ১৫তম অধিবেশন বসছে আগামীকাল মঙ্গলবার। ওইদিন বিকেল ৫টায় অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে দশটি বিল উত্থাপন করা হচ্ছে। তবে অধিবেশন মেয়াদকাল কতদিন হবে সে বিষয়ে জানা যায়নি। অধিবেশন শুরুর দিন বিকেল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকেই অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি চ‚ড়ান্ত করা হবে।
সংসদ সচিবালয় সূত্র জানায়, সংসদের ১৪তম অধিবেশন গত ১১ মার্চ শেষ হয়। ওই অধিবেশনের মোট কার্যদিবস ছিল ৩২টি। সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা রয়েছে। সেই বাধ্যবাধকতার কারণেই গত ১৬ এপ্রিল প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেন। নিয়ম রক্ষার এই অধিবেশনটি সর্বোচ্চ এক সপ্তাহ চলতে পারে বলে জানা গেছে। সূত্র জানায়, ১৫তম এই অধিবেশনে উত্থাপনের জন্য নতুন দশটি বিল জমা হয়েছে। এর মধ্যে কমিটিতে বিবেচনাধীন ৫টি, পাসের অপেক্ষায় দুটি, উত্থাপনের অপেক্ষায় তিনটি বিলগুলো হচ্ছে- বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন বিল, ২০১৬, বাংলাদেশ ইপিজেড শ্রম বিল ২০১৬, Code of Civil Procedure (amendment) bill2017,
বাংলাদেশ পরমাণুু কৃষি গবেষণা ইনস্টিটিউট ২০১৭, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ২০১৭,বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিল ২০১৭, বাংলাদেশ পাটি গবেষণা ইনস্টিটিউট বিল ২০১৭, ধান গবেষণা ইনস্টিটিউট বিল-২০১৭, পরমাণুু শক্তি কমিশন বিল-২০১৭ এবং বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বিল ২০১৭।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।