Inqilab Logo

মঙ্গলবার, ০৪ জুন ২০২৪, ২১ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

স্ট্যান্ডার্ড ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম)

| প্রকাশের সময় : ১ মে, ২০১৭, ১২:০০ এএম

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ১৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩০ এপ্রিল রবিবার, পুলিশ কনভেনশন হল, ইস্কাটন গার্ডেন রোড, রমনা, ঢাকায় অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমদ উক্ত সভায় সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান এস. এ. এম. হোসাইন, পরিচালকবৃন্দের মধ্যে কামাল মোস্তফা চৌধুরী, অশোক কুমার সাহা, মোহাম্মদ আবদুল আজিজ, মোহাম্মদ শামসুল আলম, গুলজার আহমেদ, মোঃ জাহেদুল হক, এস. এস. নিজামুদ্দীন আহমেদ, নজমুল হক চৌধুরী, মোঃ নাজমুস সালেহীন এবং শরীয়াহ্ বোর্ড সদস্য কাজী খুররম আহমেদ উপস্থিত ছিলেন। ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মামুন উর রশিদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মোতালেব হোসেন, শেয়ারহোল্ডারগণ, ব্যাংকের শুভাকাঙ্খী, অতিথিবৃন্দ ও অডিটরের প্রতিনিধিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সিএফও ও ভারপ্রাপ্ত গ্রæপ কোম্পানী সচিব মো. আলী রেজা সভা পরিচালনা করেন। সভায় ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমদ ২০১৬ সালের বার্ষিক প্রতিবেদন ও আর্থিক বিবরণী উপস্থাপন করেন এবং উক্ত বছরে ব্যাংকের বিভিন্ন কর্মকান্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি ব্যাংকের সম্মানিত গ্রাহক ও শেয়ার হোল্ডারবৃন্দসহ সকলের সাহায্য ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। ভবিষ্যতে ব্যাংকের মুনাফা আরো বৃদ্ধি পূর্বক আকর্ষণীয় লভ্যাংশ প্রদান করা সম্ভব হবে বলে তিনি আশা ব্যক্ত করেন এবং এ লক্ষ্যে কাজ করতে ব্যাংকের কর্মীবৃন্দের প্রতি আহ্বান জানান। সভার প্রারম্ভে সগত ভাষণ দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মামুন উর রশিদ। উল্লেখ্য যে, ১৮তম বার্ষিক সাধারণ সভায় বার্ষিক হিসাব বিবরণী, নিরীক্ষা প্রতিবেদন এবং ৫% নগদ লভ্যাংশ ও ৫% বোনাস শেয়ার প্রদানসহ অন্যান্য সকল আলোচ্যসূচি সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।- প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্ট্যান্ডার্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ