Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মে দিবস উপলক্ষে আজ আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

| প্রকাশের সময় : ১ মে, ২০১৭, ১২:০০ এএম

আখাউড়া উপজেলা সংবাদদাতা : মহান মে দিবস উপলক্ষে আজ (সোমবার) দেশের দ্বিতীয় বৃহৎ রপ্তানিমুখী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে উভয় দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এদিকে বিদ্যুৎ বিভ্রাটের কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে গতকাল (রোববার) আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত হয়েছে। এ ঘটনায় স্থলবন্দরের ব্যবসায়িদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়। অবশ্য বিকল্প ব্যবস্থায় বেলা ১২টার পর আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়। আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজিব উদ্দিন ভূইয়া জানান, নতুন নিয়ম অনুযায়ী এখন অনলাইনের মাধ্যমে পণ্যের বিল এন্ট্রি করতে হয়। এ কারণে বিদ্যুৎ ছাড়া কোনো বিকল্প নেই। বিদ্যুৎ না থাকায় নিজেদের অফিসিয়াল কার্যক্রমেও ব্যাঘাত ঘটে বলে জানান বন্দরের ওই ব্যবসায়ী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ