পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : ২০ দলীয় জোটের শরিক দল জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন, আওয়ামী কাউয়ারা এখন দেশ ছেড়ে পালাবার কথা ভাবছে। কারণ তারাও জানে বন্দুকের নল ক্ষমতার গ্যারান্টি নয়।
৫ জানুয়ারি অবৈধভাবে ক্ষমতা দখলের পর গণতন্ত্রকে বুটের তলায় পিষে দেয়া হয়েছে। রক্তে কেনা স্বাধীনতাকে নিলামে তোলা হচ্ছে। শিশু-নারী-বৃদ্ধসহ অগণিত মানুষের বুকফাটা আর্তনাদ ও রক্তে বাংলার মাটি লাল হয়েছে। বেপরোয়া লুণ্ঠন আলী বাবা ও চল্লিশ চোরের কাহিনীকেও হার মানায়। মজলুম জনগণ জেগে উঠছে। এখন প্রতি ফোঁটা রক্তের হিসাব নেবার পালা। মহান মে দিবস স্মরণে গতকাল আসাদ গেট জিইউপি মিলনায়তনে জাগপা মজদুর লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশপ্রেমিক জনগণ যারা স্বাধীনতা, গণতন্ত্র ও ধর্ম নিয়ে বাঁচতে চায় এখনই সময় সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার। বিপদ টের পেলেই ওরা সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নেবে। কিন্তু বাংলাদেশের বাইরে দেশপ্রেমিকদের কোনো ঠিকানা নাই।
শেখ জামালউদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন খন্দকার লুৎফর রহমান, আসাদুর রহমান খান, অধ্যাপক ইকবাল হোসেন, সৈয়দ শফিকুল ইসলাম, ডা: আওলাদ হোসেন শিল্পী, শেখ ফরিদ উদ্দিন, সাইফুল আলম, জাহিদ হোসেন, সাইদুজ্জামান কবির, ইব্রাহীম জুয়েল, নজরুল ইসলাম বাবলু, আবু নাঈম, মাহাবুব হোসেন বাবু।
দুর্দশা পীড়িত হাওর অঞ্চলের প্রসঙ্গ উল্লেখ করে প্রধান বলেন, এ সমস্যার জন্য দায়ী কে? অসময়ে পানি ছেড়ে দিয়ে ক্ষেতের ফসল তলিয়ে দেবে, ইউরেনিয়ামের তেজষ্ক্রিয়ায় জীববৈচিত্র্য বিলুপ্ত হবে, পেয়ারে ভারতের এ কেমন বন্ধুত্ব? এর প্রতিবাদ করার সাহস যারা রাখেন না তাদের সাকিন ঠিকানা কি? দেশবাসী জানতে চায়। স্বাধীনতা রক্ষার সংগ্রামে শ্রমজীবী মানুষকে রাজপথে নামার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় কল-কারখানাও থাকবে না- শ্রমিকও থাকবে না। না থাকবে বাঁশ-না বাজবে বাঁশি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।