Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাল্টিলেয়ার মাদারবোর্ড তৈরির উদ্যোগ নিয়েছে ওয়ালটন

| প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বাংলাদেশেই মাল্টিলেয়ার মাদারবোর্ড তৈরির উদ্যোগ নিয়েছে ওয়ালটন। ঘোষণা দিয়েছে দেশেই তৈরি করবে মোবাইল ফোন ও ল্যাপটপসহ আইসিটি পণ্য। তবে এই ঘোষণার পর থেকেই বিদেশী ব্র্যান্ডগুলো কোণঠাসা হয়ে পড়বে ভয়ে দেশীয় ব্র্যান্ড এবং দেশীয় শিল্পবিরোধী প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে ওয়ালটন। ওয়ালটনের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম বলেন, ফ্রিজ-টিভি, এয়ারকন্ডিশনারের মতো পণ্য দেশেই তৈরি হচ্ছে। ফলে এসব পণ্যের বিদেশী ব্র্যান্ডগুলো পিছিয়ে পড়ছে। কারণ একদিকে দেশীয় পণ্য উচ্চমান বজায় রেখে ক্রেতাদের আস্থা অর্জন করেছে। অন্যদিকে দামেও সাশ্রয়ী, বিক্রয়োত্তর সেবাও হাতের নাগালে। এখন দেশে মোবাইল ফোন, ল্যাপটপসহ আইসিটি পণ্য তৈরি হলে এসবের দাম অনেক কমে আসবে। বিদেশী ব্র্যান্ডগুলোও তখন অতিরিক্তি মুনাফা করতে পারবে না। দেশে বিশাল কর্মসংস্থান তৈরি হবে। পাশাপাশি ব্যাপকভাবে বিকশিত হবে হার্ডওয়্যার ও সফটওয়্যার শিল্প। ফলে একটি চক্র চাইছে বাংলাদেশে মোবাইল ফোন তৈরির উদ্যোগকে বাধাগ্রস্ত করতে। তারা জানে, নতুন শিল্পোদ্যোগের এই জোয়ার এই মুহূর্তে থামাতে পারলে আগামী ২০ বছরেও এ শিল্পে বাংলাদেশ দাঁড়াতে পারবে না। উদয় হাকিম বলেন, যত ষড়যন্ত্রই হোক ওয়ালটনের উদ্যোগকে কেউ প্রতিহত করতে পারবে না। মোবাইল ফোন কারখানা স্থাপন থেকে ওই চক্র আমাদের একচুলও নড়াতে পারবে না। এ শিল্প দেশের স্বার্থেই হবে। সরকার এবং জনগণকে সঙ্গে নিয়ে বাংলাদেশে মোবাইল ফোন কারখানা করবই। আইসিটি এখন থার্স্ট সেক্টর। ১৬ কোটি মানুষের ৩২ কোটি হাত হবে উৎপাদনের হাতিয়ার। বিশ্বব্যাপী বিশাল বাজার রয়েছে এর। সেই বাজারে প্রবেশের সুযোগ তৈরি হবে বাংলাদেশের জন্য। অনেকেই বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলে অভিহিত করত, এখন তারাই বাংলাদেশকে ‘নেক্সট ইলেভেন,’ ‘ইমার্জিং এশিয়ান টাইগার’সহ বিভিন্ন উপমায় আখ্যায়িত করছে। বাংলাদেশ এগিয়ে যাবেই। সম্প্রতি ওয়ালটন কারখানা পরিদর্শন করে বেসিসের সভাপতি মোস্তফা জব্বার বলেন, মাল্টিলেয়ার মাদারবোর্ড তৈরির জন্য ওয়ালটন সম্পূর্ণ প্রস্তুত। আশা করছি, চলতি বছরের শেষেই মাদারবোর্ডসহ বিভিন্ন ডিজিটাল ডিভাইস তৈরি শুরু করবে তারা। তিনি বলেন, কয়েক বছর আগে সরকার নীতিসহায়তা দিয়েছিল বলেই ওয়ালটনসহ আরো বেশ কয়েকটি ফ্রিজ উৎপাদনকারী প্রতিষ্ঠান গড়ে উঠেছে।




 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ