Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশাল সামরিক মহড়া চালাচ্ছে উঃ কোরিয়া

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে ভয় দেখানোই লক্ষ্য

| প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : উত্তর কোরিয়া বিশাল এলাকা জুড়ে তাজা গোলা-গুলি ব্যবহার করে সামরিক মহড়া চালাচ্ছে বলে খবর দিয়েছে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম। দৃশ্যত আমেরিকাকে নিজের সামরিক প্রস্তুতি দেখানোর উদ্দেশ্যেই এ মহড়া চালানো হচ্ছে।
দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহ্যাপ জানিয়েছে, উত্তর কোরিয়ার পূর্ব উপক‚লবর্তী ‘ওনস্যান’ অঞ্চলে বিপুল পরিমাণ দূরপাল¬ার আর্টিলারি ইউনিট মোতায়েন করা হয়েছে। উত্তর কোরিয়ার সেনাবাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকীতে এ মহড়া চালাচ্ছে পিয়ংইয়ং। দেশটির প্রধান শত্রæ মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার আঞ্চলিক মিত্র দক্ষিণ কোরিয়া ও জাপান আশঙ্কা প্রকাশ করে বলেছে, এ উপলক্ষে আরেকটি পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাতে পারে উত্তর কোরিয়া। দেশটি এ পর্যন্ত পাঁচটি নিশ্চিত পরমাণু অস্ত্র এবং অসংখ্য ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে।
পিয়ংইয়ং হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, আমেরিকা বা দক্ষিণ কোরিয়া দেশটিকে আক্রমণ করলে এটি পরমাণু অস্ত্র দিয়ে পাল্টা আঘাত হানবে। উত্তর কোরিয়ার গণমাধ্যমগুলিও দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে সামরিক মহড়া চালানোর খবর দিয়ে বলেছে, এ মহড়ায় সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের পাশাপাশি নকল পরমাণু অস্ত্র ব্যবহার করা হয়েছে। এ মহড়ার মাধ্যমে পিয়ংইয়ং-এর ‘আক্রমণ ক্ষমতা’ প্রদর্শিত হয়েছে বলে গর্বভরে দাবি করেছে এসব গণমাধ্যম। উত্তর কোরিয়ার গণমাধ্যমগুলো বলেছে, মার্কিন সরকারের পক্ষ থেকে পরমাণু অস্ত্র দিয়ে ভয় দেখানো এবং বø্যাকমেইল করার ইতিহাসের সমাপ্তি টানার প্রস্তুতি নিয়েছে পিয়ংইয়ং। সূত্র : এএফপি।




 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ