Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মৃত্যুদন্ডের সাজা কমলে আমৃত্যু কারাবাস -অ্যাটর্নি জেনারেল

| প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, যাদের মৃত্যুদন্ডের সাজা কমে যাবজ্জীবন কারাদন্ড হবে, শুধু তাদেরই আমৃত্যু কারাগারে কাটাতে হবে।
অর্থাৎ বিভিন্ন মামলায় যাদের যাবজ্জীবন সাজা হবে, তাদের মৃত্যু পর্যন্ত কারাগারে থাকতে হবে না। দন্ডবিধি অনুযায়ী ৩০ বছর জেল খেটেই বের হবেন তারা। দেড় দশক আগে একটি খুনের ঘটনায় হওয়া মামলায় আপিল বিভাগ গত ১৪ ফেব্রুয়ারি তিন আসামিকে আমৃত্যু কারাদন্ড দিয়েছিলেন। গত ২৪ এপ্রিল সেই রায়ের ৯২ পৃষ্ঠার পূর্ণাঙ্গ অনুলিপি সুপ্রিম  কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। রায়ে বলা হয়েছে, দন্ডবিধির ৫৩ ধারা অনুযায়ী যাবজ্জীবন কারাদন্ডের অর্থ ৪৫ ধারার সঙ্গে মিলিয়ে পড়তে হবে, যার মানে দাঁড়ায় যাবজ্জীবন মানে আমৃত্যু কারাদন্ড। রায়ের ফলে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত সবাইকে আমৃত্যু কারাবাস করতে হবে কি না,  সেই প্রশ্ন দেখা দিয়েছে। দন্ডবিধির ৫৭ ধারায় যাবজ্জীবন কারাদন্ডের অর্থ হলো সর্বোচ্চ ৩০ বছর কারাদন্ড। কারাগারে বছরের হিসাব নয় মাসে হয় বলে তা আরো কমে আসে।  
আপিল বিভাগের প্রকাশিত রায় নিয়ে আলোচনার মধ্যে অ্যাটর্নি জেনারেল বলেন, যে সব ব্যক্তির মৃত্যুদন্ডের আদেশ পরিবর্তন করে যাবজ্জীবন  দেয়া হয়, তাদের আমৃত্যু কারাগারে থাকতে হবে এবং তারা এই সাজার রেয়াত পাবে না।  এ ধরনের আসামিরা কোনো  রেয়াত না  পেলেও  প্রেসিডেন্ট ক্ষমার বিধান প্রযোজ্য হবে। তিনি বলেন, এক্ষেত্রে রাষ্ট্রের যে ক্ষমতা, জেল  কোডের ক্ষমতা, এগুলো অ্যাপ্লিকেবল  হবে না, কমানো যাবে না। শুধু  প্রেসিডেন্ট ক্ষমতা তিনি এক্সারসাইজ করতে পারবেন। তিনি কমাতেও পারবেন, তিনি মাফও করতে পারবেন। তিনি বলেন, বিস্তারিত রায় পড়ে যদি দেখা যায় যে, ইন্ডিকেশনটা অন্যান্য মামলার ক্ষেত্রে প্রযোজ্য,  সেক্ষেত্রে এপ্লিকেবল হবে। এক্ষেত্রে পুরো রায়টা না পড়ে বিস্তারিত বলা সম্ভব নয়।
আমৃত্যু কারাবাসের এই দন্ড প্রয়োগে আইন সংশোধনের  কোনো প্রয়োজন দেখছেন না রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। আইনের সংশোধন দরকার হবে না। দন্ডবিধির ৫৭ ধারার সঙ্গে এটা সাংঘর্ষিক হবে না। এগুলো আপিল বিভাগ ৫৭ ও অন্যান্য ধারা ব্যাখ্যা করেই এটা সিদ্ধান্ত দিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ