পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা : সিরাজগঞ্জের সয়দাবাদের মুলিবাড়ীতে ট্রেনে হামলা ও ভাংচুরের ঘটনায় দায়ের করা চারটি মামলায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর জামিন নামঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আইনজীবির মাধ্যমে জামিন আবেদন করেন ইকবাল হাসান মাহমুদ টুকু।
শুনানী শেষে বিচারক ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ শেখ মেরিনা সুলতানা জামিন নামঞ্জুর করেন। শুনানিতে ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে শুনানিতে অংশ নেন সুপ্রিম কোর্ট বার এ্যাসোসিয়েশনের সভাপতি জয়নুল আবেদীন এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এড. শামসুল ইসলাম।
২০১০ সালের ১১ অক্টোবর সিরাজগঞ্জের সয়দাবাদ মুলিবাড়ী রেলক্রসিংয়ের পাশে খালেদা জিয়ার সমাবেশে চলাকালে ট্রেনের নিচে কাটা পড়ে বিএনপির ৬ কর্মী নিহত হয়। এ ঘটনায় বিএনপি কর্মীরা ট্রেনে অগ্নিসংযোগ ও ভাংচুর করে। এ ঘটনায় ইকবাল হাসান মাহমুদ টুকুসহ ২/৩ হাজার নেতাকর্মীকে আসামি করে একাধিক মামলা দায়ের করা হয়।
গত ১০ এপ্রিল এসব মামলায় ইকবাল হাসান মাহমুদ টুকু আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তিনি ঢাকার কাশিমপুর কারাগারে আটক রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।