পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
পঞ্চায়েত হাবিব : বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, নদী ভাঙন, অসময়ে বন্যায় দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে গৃহহীন হয়ে মানবেতর জীবন-যাপন করছে এমন নাগরিকদের নাম, পরিচয় প্রধানমন্ত্রী জানলেও তাদের কোনো খবর জানেন না স্থানীয় এমপিরা। গৃহহীনদের তালিকা তৈরিতে এলাকার এমপিদের সম্পৃক্ত না করায় এমনটি হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা তালিকা করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। এর কপি গেছে প্রধানমন্ত্রীর দপ্তরেও। এ নিয়ে জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রæতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করা হয়েছে।
জাতীয় সংসদ ভবনে গতকাল রবিবার অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ অসন্তোষ প্রকাশ করা হয়। কমিটির সভাপতি কাজী কেরামত আলীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, কমিটির সদস্য অ্যাডভোকেট রহমত আলী, মো. আব্দুল মজিদ খান, মীর মোস্তাক আহমেদ রবি। এছাড়া নৌ-পরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, বিআইডবিøউটিসির চেয়ারম্যান, বিআইডবিøউটিএর চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
কমিটি সূত্রে জানা গেছে, বৈঠকে গৃহহীনদের তালিকা করে তাদের ঘর তৈরি দিতে প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রæতি নিয়ে আলোচনা হয়। এসময় গৃহহীনদের তালিকা করার ক্ষমতা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে নওগাঁ-২ আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীনদের গৃহ দেয়ার জন্য দলীয় কর্মীদের তালিকা করার নির্দেশ দিলেও তার এলাকায় তালিকা তৈরি করছেন চেয়ারম্যান-মেম্বাররা। তিনি বলেন, গৃহহীনদের ঘর দেয়ার জন্য যে তালিকা করা হচ্ছে তাতে এমপিদের নাম দেয়া বা বাদ দেয়ার কোনো সুযোগ নেই। তালিকা তৈরির জন্য চেয়ারম্যানদের দায়িত্ব দেয়া হয়েছে। চেয়ারম্যানরা আবার মেম্বারদের দায়িত্ব দিয়েছেন। সেই তালিকা একেক জায়গায় একেকজন বাছাই করছেন। যে কারণে এটি নিয়ে হযবরল অবস্থার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে কমিটির সভাপতি কাজী কেরামত আলী ইনকিলাবকে বলেন, গৃহহীনদের ঘর তৈরি করে দেয়ার জন্য প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনের আগে তার ৭০ শতাংশ কভার করতে না পারলে কমিটমেন্ট রক্ষা হবে না। এর প্রভাব পড়বে নির্বাচনেও। যে কারণে এমপিরা এটি নিয়ে চিন্তিত। এর আগে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানান, গৃহহীনদের গৃহ দেয়ার জন্য গুচ্ছগ্রাম প্রকল্প চলমান রয়েছে।
সংসদ সচিবালয় জানিয়েছে, বৈঠকে আসন্ন রোজার আগে দৌলতদিয়া ফেরিঘাটে ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, দৌলতদিয়া ঘাটের কাজে নিয়োজিত ঠিকাদারের কাজের মান মনিটরিং করার সুপারিশ করা হয়। এছাড়া প্রতিটি নদী সার্ভে করে নদী শাসন, ড্রেজিং, ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং জাতীয় নদী রক্ষা কমিশন গঠিত জেলা ও উপজেলা পর্যায়ের কমিটিতে সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যসহ জনপ্রতিনিধিদের সুপারিশ নেয়ার ব্যবস্থা করার তাগিদ দেয়া হয়। বিআইডবিøউটিসির ফেরির সংখ্যা বৃদ্ধি, ফেরিগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং আসল নাম অক্ষুণœ রাখার বিষয়ে নৌ-পরিবহন মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।