পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : আড়াইহাজারে পরের উপকার করতে গিয়ে জীবন দিল এক ব্যক্তি। নিহতের নাম গোলজার (৩৫)। সে উপজেলার গোপালদী পৌর সভার জালাকান্দি গ্রামের সুরুজ মিয়ার ছেলে।
জানা গেছে, গোলজার সকাল ১০টার দিকে তার বাড়ির সামনের পুকুরে গোসল করতে যায়। এই সময় পাশের বাড়ির এক মহিলাও তার সাথে ঘর মেরামতের জন্য আনা টিনের ময়লা পরিষ্কার করতে যায়। এক পর্যায়ে মহিলার হাত থেকে টিনগুলো পড়ে পুকুরের নিচে চলে যায়। গোলজার ঘটনা দেখে টিন উদ্ধারের এগিয়ে আসেন। ২টি টিন উদ্ধারের পর বাকি টিনগুলো উদ্ধার করতে যায় সে। বাকি টিন উদ্ধার করার জন্য ডুব দিয়ে পানির নিচে গেলে আর উঠে আসতে পারেনি। পাশে থাকার মহিলার চিৎকারে লোকজন এগিয়ে আসলে ৩ ঘণ্টা চেষ্টা করে দুপুর ১টার দিকে লাশ উদ্ধার করতে সক্ষম হয়। একটি সূত্র জানায়, গোলজার পানিতে অতিরিক্ত পরিশ্রম করার ফলে ডুব দিয়ে পানির নিচ থেকে উপরে উঠতে পারেনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।